(বাঁ দিকে) আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (ডান দিকে)। —ফাইল চিত্র।
বাংলাদেশের নির্বাচনের জন্য সে দেশের পুলিশবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের বিষয়ে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওকেও জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সোমবার রুবিওর সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। ১৫ মিনিটের ওই ফোনালাপে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গও। রুবিওকে ইউনূস জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে তাঁরা বাংলাদেশে নির্বাচন করাতে চান।
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে পারে, এমনটা ধরে নিয়ে পুলিশকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ভোটের আগে পুলিশ-সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অন্তত দু’টি মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরেই হবে প্রথম মহড়া, দ্বিতীয়টি হবে নির্বাচনের আগে।
সোমবার আমেরিকার বিদেশসচিব রুবিওর সঙ্গে ফোনে কথা হয়েছে ইউনূসের। ওই ফোনালাপে আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গেও আলোচনা হয়। ‘প্রথম আলো’ অনুসারে, রুবিওকে ইউনূস জানিয়েছেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশের ভোট করাতে চায় তাঁর প্রশাসন। বাংলাদেশের সংস্কারমুখী বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয় তাঁদের। আমেরিকার বিদেশ দফতর থেকেও ফোনালাপের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে রুবিও এবং ইউনূসের। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতাবস্থার বিষয়েও আলোচনা হয় দু’পক্ষের।
ঘটনাচক্রে সম্প্রতি চিন সফর সেরে এসেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। পাঁচ দিনের চিন সফরে বেজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। চিনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংসং এবং চিনা বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার সুং-ওয়ে-ডংয়ের সঙ্গে আলোচনা করেন তাঁরা। বিএনপির প্রতিনিধিদল চিন সফরে কী কী বিষয়ে আলোচনা করেছেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্দরে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথা হল রুবিওর।