Kenya

৯৬ বছরের ঠাকুমার সঙ্গে ওবামার নাচ, দেখুন ভিডিয়ো

সম্প্রতি কেনিয়া সফরে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের আইকন নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ১৪:৩৯
Share:

বোন ও ঠাকুমার সঙ্গে ওবামা।

দু’বছর হতে চলল প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাঁর। কিন্তু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সে কথা আরও একবার প্রমাণিত হল।

Advertisement

সম্প্রতি কেনিয়া সফরে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের আইকন নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট অংশ নিয়েছিলেন আরও একটি অনুষ্ঠানে। ওবামার সৎবোন আউমা ওবামার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আউমা স্পোর্টস অ্যান্ড ভোকেশনাল রিসোর্স সেন্টার নামে একটি সংস্থা চালু করেছেন আউমা। তারই উদ্বোধনে যোগ দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

দেখুন ভিডিয়ো

আর সেখানে কেনিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীত অনুষ্ঠানে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। ওবামার সঙ্গে বোন আউমা এবং ৯৬ বছরের ঠাকুমাকেও অংশ নিতে দেখা যায়। আর প্রাক্তন প্রেসিডেন্টের সেই কোমর দোলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতীয় বন্দিরা হাতকড়ায়: বিবৃতি পাল্টালেন নবনীত

আরও পড়ুন: ‘আমরা সন্ত্রাসবাদীদের টিপস দিই না’, খদ্দের লিখলেন রেস্তরাঁর বিলে!​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement