বাইডেনের পাশে ওবামা

ওবামা এই নির্বাচনকে ‘জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৩:৪১
Share:

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।—ছবি সংগৃহীত।

দেশের প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর প্রাক্তন বসও। সেই প্রাক্তন বসই আগামী সপ্তাহে তাঁর প্রথম ‘ভার্চুয়াল ফান্ড রেজিং’ অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। ৭৮ বছরের প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কাল টুইটে জানান, তাঁর বন্ধু তথা প্রাক্তন ‘বস’ বারাক ওবামা ওই ফান্ড রেজিং অনুষ্ঠানে থাকবেন। নভেম্বরের ভোটে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেন-ই।

Advertisement

ওবামা এই নির্বাচনকে ‘জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছেন। বলেছেন, ‘‘এই ধরনের নির্বাচন জীবনে একবারই আসে। নভেম্বরে অর্থনীতিকে আবার নতুন করে গড়ার সুযোগ পাব। সকলে স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। বলার সুযোগ পাব যে আমরা যে যেমনই দেখতে হই না কেন, যেখান থেকেই আসি না কেন, আমরা সকলে সমান। সকলেরই জীবনে উন্নতি করার অধিকার রয়েছে।’’

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় এখনও উত্তাল আমেরিকা। আজই পুলিশের বিভিন্ন দফতরে বেশ কিছু বদল এনে একটি ‘এগজিকিউটিভ অর্ডার’-এ সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ দিকে, বর্ণবিদ্বেষ-বিরোধী মিছিলে ফের এক জনকে গুলি করার ঘটনা ঘটেছে নিউ মেক্সিকোয়। প্রতিবাদকারীদের উপরে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন এক বিক্ষোভকারী। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement