ঢাকায় জঙ্গিদের হিট লিস্টে মন্ত্রী, সাংবাদিক, সাহিত্যিকরা

মন্ত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপক-সহ মোট ২৫ বিশিষ্ট জনদের নাম দিয়ে হিট লিস্ট প্রকাশ করল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম। এঁদের একের পর এক হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। সংগঠনটির প্যাডে লেখা এই মর্মে একটি চি‌ঠি রেজিস্ট্রি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০২:২২
Share:

মন্ত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপক-সহ মোট ২৫ বিশিষ্ট জনদের নাম দিয়ে হিট লিস্ট প্রকাশ করল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম। এঁদের একের পর এক হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। সংগঠনটির প্যাডে লেখা এই মর্মে একটি চি‌ঠি রেজিস্ট্রি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি। তিনি জানিয়েছেন— ভয় পেয়ে নয়, এই চিঠি যে দুষ্কৃতীরা পাঠিয়েছে, তাদের খুঁজে বার করার দাবি জানিয়েই তিনি চিঠিটি পুলিশকে দিয়েছেন।

Advertisement

এই চিঠিতে যে ২৫ জনকে খুনের হুমকি দেওয়া হয়েছে, তার মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকি, সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, সাংবাদিক আবেদ খান, মঞ্জুরুল আহসান বুলবুল, শাহিন রেজা নুর, বাপ্পাদিত্য বসু, মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, নাসিরুদ্দিন বাচ্চু, গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার, কামাল পাশা চৌধুরী, শাহিন ও সঙ্গীতা ইমামের নাম রয়েছে। সম্প্রতি ঢাকা ও সিলেটে যে তিন ব্লগারকে খুন করা হয়েছে, হামলার পরেই তার দায় স্বীকার করেছে আনসারুল্লা বাংলা টিম নামে এই ইসলামি জঙ্গি সংগঠনটি। ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ এই সংগঠনের কয়েক জনকে গ্রেফতার করতেও সক্ষম হয়েছে। সম্প্রতি সংগঠনটিকে নিষিদ্ধও করেছে শেখ হাসিনা সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement