Bill Clinton

মানসিক চাপ এড়াতে গিয়েই মনিকা লিউয়েনস্কি-র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম: ক্লিনটন

একদিন রাতে তিনি বিছানায় স্ত্রীর পাশে বসেন, কথা বলেন। মনিকার সঙ্গে কবে, কোথায় কী কী ঘটেছিল, সব সত্যি বলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নিউইয়র্ক শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৬:৩৭
Share:

ক্লিনটন, মনিকা। ফাইল চিত্র।

কাজের চাপ, উদ্বেগ কাটাতেই হোয়াইট হাউস ইন্টার্ন মনিকা লিউয়েনস্কির সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কী পরিস্থিতিতে তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন, তা-ও নাকি পরে স্ত্রীকে খোলাখুলি জানিয়েছিলেন। এমনটাই জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক‘হুলু’-কে দেওয়া সাক্ষাত্কারে একথা জানিয়েছেন তিনি।

Advertisement

দু’ দফায় ১৯৯৩ সাল থেকে ২০০১ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন বিল ক্লিন্টন। তিনি ছিলেন ৪২তম মার্কিন প্রেসিডেন্ট।১৯৯৮ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন মনিকা লিউয়েনস্কি। তারপরই ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়। যদিও মার্কিন সেনেট তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয় এবং প্রেসিডেন্টপদেই বহাল থাকেন ক্লিন্টন। কিন্তু লিউয়েনস্কির সঙ্গে তাঁর সম্পর্কের নিয়ে বিশ্বজুড়েই আলোড়ন তৈরি হয়। কী ভাবে সামলেছিলেন নিজের সংসার সে কথাই জানিয়েছেন ক্লিন্টন।

‘হিলারি’নামের এই সিরিজে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রত্যেকের জীবনেই চাপ, হতাশা, ভয় আতঙ্ক থাকে,আমার জীবনেও ছিল। তবে সেই চাপ, উদ্বেগ কাটাতে আমি যা করেছিলাম তা মোটিই ঠিক ছিল না, এটা একটা বোকা বোকা কাজ ছিল। এটা কোনও সাফাই নয়, ব্যাখ্যা।’’

Advertisement

আরও পড়ুন: ছোট্ট মোষ শাবকের তাড়া খেয়ে পালাচ্ছে বিশাল দাঁতাল, ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত ঘটনা

১৯৯৮ সালে মনিকার সঙ্গে ক্লিন্টনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাঁদের মধ্যে ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সম্পর্ক ছিল। ঘটনা প্রকাশ্যে আসার পরেও বার বার তিনি স্ত্রীকে মিথ্যা বলেন বলে জানিয়েছেন ক্লিন্টন। কিন্তু এক দিন গোটা ঘটনা স্ত্রীর কাছে স্বীকার করেন। কেমন ছিল স্ত্রীর কাছে তাঁর সেই স্বীকারোক্তি তাও জানিয়েছেন। ক্লিন্টন জানিয়েছেন, একদিন রাতে তিনি বিছানায় স্ত্রীর পাশে বসেন, কথা বলেন। মনিকার সঙ্গে কবে, কোথায় কী কী ঘটেছিল, সব সত্যি বলেন। স্ত্রীকে গোটা ঘটনা বলার সময় তাঁর মানসিক অবস্থা কেমন হয়েছিল তাও বলেন ক্যামেরার সামনে।

আরও পড়ুন: ৪৭ মিনিটে ৪৭৫ ফুট! করোনা আতঙ্কের বিরুদ্ধে প্রচারে অভিনব উদ্যোগ ‘স্পাইডারম্যান’-এর

হিলারি ক্লিন্টন পরে জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর স্বামী তাঁকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গিয়েছেন। তবে টানাপড়েনের মধ্যে দিয়ে গেলেও তাঁদের বিয়ে টিকে যায়। ক্লিন্টন জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে তাঁরা কাউন্সেলিং করান। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু জরুরি ছিল।

ক্লিন্টন আরও বলেন, তিনি যখন দেখেন মনিকা লিউয়েনস্কি গোটা বিষয়টিকে ভুল ভাবে ব্যাখ্যা করছেন তখন খুব খারাপ লেগেছিল তাঁর। কিন্তু এ-ও দেখছেন, ওই সময়ে মনিকা কী ভাবে নিজে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার লড়াই করছিলন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন