International news

পাকিস্তানের সবজি বাজারে বোমা বিস্ফোরণে হত অন্তত ২১

সকালের বাজারে তখন সবাই কেনাকাটিতে ব্যস্ত। আচমকাই একটা বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠল জায়গাটা। ব্যস্ত বাজারের চিৎকার-চেচামেটি মুহূর্তে পরিণত হল আর্তনাদে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৫:২৪
Share:

প্রতীকী ছবি।

সকালের বাজারে তখন সবাই কেনাকাটিতে ব্যস্ত। আচমকাই একটা বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠল জায়গাটা। ব্যস্ত বাজারের চিৎকার মুহূর্তে পরিণত হল আর্তনাদে। শনিবার সাত সকালে এমনই ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২১ জনের। আহত কমপক্ষে ৪০ জন। ঘটনাটি ঘটেছে অাফগানিস্তান লাগোয়া পাকিস্তানের কুরম এলাকায়। আহতদের চিকিৎসা চলছে।

Advertisement

এটি আদিবাসী সম্প্রদায়ের এলাকা। রোজ সকালে এখানে সবজি বাজার বসে। সবজি কিনতেই প্রচুর লোক ভিড় জমিয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, সাজিয়ে রাখা সবজির মধ্যেই কেউ বোমটি রেখে দেয়। তাতে ক্রেতা বা বিক্রেতার হাত পড়তেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আশেপাশে লোকেরা ছিটকে পড়েন। তবে পুলিশের মধ্যেই বিস্ফোরণের কারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কারণ, পুলিশের এক অফিসার সবজির মধ্যে বোমা বিস্ফোরণের কথা বলছেন, আর এক অফিসার আবার এটাকে আত্মঘাতী বিস্ফোরণ বলছেন।

এই বিস্ফোরণের পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই এলাকায় তালিবান জঙ্গিরা ভীষণ সক্রিয় বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন: শপথ নিলেন আপনারাই, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement