ঢাকার মসজিদে বিস্ফোরণে মৃত এক, আহত ৯০

পাকিস্তানের পর বাংলাদেশ। করাচির পর ঢাকা। ফের আক্রমণের লক্ষ্য শিয়া মসজিদ। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ ধারাবাহিক বিস্ফোরণ ঘটে ঢাকার হুসেনি দালাল নামে সপ্তদশ শতকের এই ধর্মস্থানে। ঘটনায় তত্ক্ষণাত্ মৃত্যু হয় বছর বারোর এক কিশোরের। গুরুতর আহত অন্তত ৯০ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৫ ১২:২৮
Share:

পাকিস্তানের পর বাংলাদেশ। করাচির পর ঢাকা। ফের আক্রমণের লক্ষ্য শিয়া মসজিদ। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ ধারাবাহিক বিস্ফোরণ ঘটে ঢাকার হুসেনি দালাল নামে সপ্তদশ শতকের এই ধর্মস্থানে। ঘটনায় তত্ক্ষণাত্ মৃত্যু হয় বছর বারোর এক কিশোরের। গুরুতর আহত অন্তত ৯০ জন।

Advertisement

পুলিস জানিয়েছে, ঢাকার প্রাচীন অংশে ওই মসজিদের সামনে মহরম পালন করতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। হঠাত্ করেই সেখানে পরপর বিস্ফোরণ হতে শুরু করে।

এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিস বাহিনী। এখনো কোনও জঙ্গি গোষ্ঠীই এই ঘটনার দায় স্বীকার করেনি। পুলিসের ধারণা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিই এই বিস্ফোরণের মূল লক্ষ্য ছিল। তাদের তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনাই এই মুহূর্তে তদন্তসাপেক্ষ।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ।

এই মুহূর্তে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন ১০ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement