পেশোয়ারে বাস বিস্ফোরণ, হত ১৫ সরকারি কর্মী

পাকিস্তানে বাসে বিস্ফোরণে মৃত ১৫জন সরকারি কর্মী, আহত আরও ২৫জন।ঘটনাটি বুধবার সকালে উত্তর-পশ্চিম পাকিস্তানে সদ্দর এলাকায় ঘটে। জানা গিয়েছে, বাসটিতে চড়ে সরকারি কর্মীরা অফিসের দিকে যাচ্ছিলেন।হঠাৎই বিস্ফোরণটি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

পেশোয়ার শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৩:৪২
Share:

বিস্ফোরণের পর বাসটি। ছবি: এপি।

পাকিস্তানে বাসে বিস্ফোরণে মৃত ১৫জন সরকারি কর্মী, আহত আরও ২৫জন।ঘটনাটি বুধবার সকালে উত্তর-পশ্চিম পাকিস্তানে সদ্দর এলাকায় ঘটে। জানা গিয়েছে, বাসটিতে চড়ে সরকারি কর্মীরা অফিসের দিকে যাচ্ছিলেন।হঠাৎই বিস্ফোরণটি ঘটে।বাসের ভিতরেই বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিকভাবে পুলিস মনে করছে।

Advertisement

আহত ব্যাক্তিদের মধ্যে একজন জানিয়েছেন, বাসটি সরকারি কর্মীদের নিয়ে অফিসের দিকে রওনা দিয়েছিলেন।হঠাৎই বিস্ফোরণ ঘটে।স্থানীয় উচ্চপদস্থ এক পুলিসকর্তা মোহাম্মদ কাশিফ বলেন,'বাসের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন