বিএনপি নেত্রী খালেদা জিয়া। — ফাইল চিত্র।
ফের অসুস্থ বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। রবিবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে ঢাকার এক হাসপাতালে। ৮০ বছর বয়সি খালেদার ফুসফুস এবং হৃদ্যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তাঁর চিকিৎসার জন্য রাতেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রবিবার রাতে হাসপাতালে ভর্তি করানোর পরে মেডিক্যাল বোর্ড জানায়, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ।
প্রবীণ বিএনপি নেত্রী খালেদা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস-সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসার জন্য তাঁকে লন্ডনেও নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কয়েক মাস লন্ডনে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরে বাংলাদেশে ফেরেন তিনি। বাংলাদেশে ফেরার পরে গত মাসেও স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। এক দিন হাসপাতালে ভর্তি থাকার পরে বাড়ি ফেরেন তিনি। এ বার ফের অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
রবিবার রাতে ঢাকার ওই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী জানান, প্রথম ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে খালেদাকে। তিনি বলেন, “ওনার (খালেদার) চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। পরবর্তী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, হৃদ্যন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই খালেদাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিএনপি শিবির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথা খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।