গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ন’মাস আগে নিরপেক্ষতার প্রতিশ্রুতিবাক্য পাঠ করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তাঁরা। কিন্তু আদতে তাঁরা তা মেনে চলছেন না বলে অভিযোগ তুলল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াঁ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ দাবি করেছেন বিএনপি নেতৃত্ব। দাবি মানা না হলে, ইউনূস সরকারের সঙ্গে ‘সহযোগিতা সম্পর্ক’ বজায় রাখা হবে কি না, তা পুনর্বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে খালেদার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার্রফ হোসেন বলেন, ‘‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে কোনও কোনও মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে।’’ ওই উপদেষ্টারা জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে টালাবাহানা করছেন বলেও অভিযোগ করে তিনি।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামান বুধবার ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের পক্ষে সওয়াল করে বলেছিলেন, ‘দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।’’ খন্দকার বৃহস্পতিবার বলেন, ‘‘যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।