Bangladesh Election

‘আপনাদের জন্য শহিদ হতে হলে হব’, ভোট চেয়ে হিন্দুদের উদ্দেশে বললেন বিএনপি শীর্ষনেতা

ঠাকুরগাঁওয়ের বলদাপুর গ্রামে শনিবার মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘ভয়ের কোনও কারণ নেই। নির্ভয়ে ভোট দিতে যান।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১২
Share:

মির্জা ফখরুল ইসলাম। — ফাইল চিত্র।

এর আগেও আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি মহাসচিব তথা ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। শনিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। বললেন, ‘‘আপনাদের জন্য শহিদ হতে হলে হব।’

Advertisement

ঠাকুরগাঁওয়ের বলদাপুর গ্রামে শনিবার তিনি বলেন, ‘‘ভয়ের কোনও কারণ নেই। নির্ভয়ে ভোট দিতে যান।’’ সংখ্যালঘুদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘আপনাদের জন্য যদি শহিদ হতে হয় তবে সেই প্রথম শহিদ হব আমি ও আমার দলের কর্মীরা।’’ সম্প্রীতির বার্তা দিয়ে তাঁর দাবি, হিন্দু ও মুসলিম ঐক্যের জন্য তিনি আগেও লড়াই করেছেন। এখনও লড়াই করছেন ও ভবিষ্যতেও তা করবেন। তাঁর আরও দাবি, বিভাজনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।

জামাতের নাম না করে ফখরুলের দাবি, একটি দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁর আরও দাবি, ‘‘বাংলাদেশকে ওরা মানতে চায় না।’’ নিজের দল প্রসঙ্গে বিএনপির শীর্ষনেতা বলেন, ‘‘১৯৭১ সালে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি।’’ তাঁর দাবি, এ বারের ভোট দেশের ‘ভাল’ করার ভোট। তাই নাগরিকেরা যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement