Bangladesh Unrest

‘সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র চলছে’! খালেদা-পুত্রের নিশানায় কারা?

গত সপ্তাহে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রনেতা তথা নয়া দল এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ‘আওয়ামী লীগের দালালি করা’র অভিযোগ তুলেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২০:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের একাংশের সঙ্গে সেনাবাহিনীর একাংশের সংঘাত নিয়ে এ বার কড়া প্রতিক্রিয়া জানাল বিএনপি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ সোমবার ভার্চুয়াল বৈঠকে বলেন, ‘‘কয়েক দিন আগেও আমরা দেখেছি, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একই ভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে।’’

Advertisement

এর পরেই ভার্চুয়াল বক্তৃতায় বিএনপির লন্ডনবাসী কার্যনির্বাহী চেয়ারম্যানের মন্তব্য, ‘‘এর পিছনে নিশ্চয়ই কোনও ষড়যন্ত্র রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে’’ অন্যদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেন, ‘‘আবারও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’’ অন্য দিকে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ় জ়ামান সোমবার উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে পরিবর্তিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন।

বাংলাদেশের সেনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শনিবার সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সে দেশের নয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা। রবিবার সকালে অন্য একটি পোস্টে কার্যত হাসনাতের সেই অভিযোগই খণ্ডন করেন দলের আর এক মুখ্যসচেতক সারজিস আলম। শনিবার রাতেই সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ফেসবুকে ছাত্রনেতা হাসনাতের বিবৃতিটি ‘হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’। এই আবহে রবিবার বিকেলে সেনাপ্রধান জেনারেল জ়ামানের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত এবং সারজিস। যা আসলে সেনার ক্ষোভ প্রশমনের চেষ্টা বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement