টুকরো খবর

হামলার কথা দু’দিন আগেই ঘোষণা করেছিলেন বারাক ওবামা। কিন্তু শুক্রবার রাশিয়া ও চিন জানাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে হামলার প্রস্তাব পাশ করাতে হবে। না হলে সিরিয়ায় আইএসের উপর হামলাকে ‘আগ্রাসন’ হিসেবেই ধরবে তারা। এতে আমেরিকার পাল্টা জবাব, ইউক্রেনের রুশপন্থী জঙ্গিদের সাহায্য করতে গিয়ে যে ভাবে নাগাড়ে সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে চলেছে রাশিয়া, তার পর অন্তত তাদের মুখে এ কথা সাজে না।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:২১
Share:

সিরিয়া নিয়ে ওবামাকে চাপ চিন-রাশিয়ার

Advertisement

সংবাদ সংস্থা • দামাস্কাস

হামলার কথা দু’দিন আগেই ঘোষণা করেছিলেন বারাক ওবামা। কিন্তু শুক্রবার রাশিয়া ও চিন জানাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে হামলার প্রস্তাব পাশ করাতে হবে। না হলে সিরিয়ায় আইএসের উপর হামলাকে ‘আগ্রাসন’ হিসেবেই ধরবে তারা। এতে আমেরিকার পাল্টা জবাব, ইউক্রেনের রুশপন্থী জঙ্গিদের সাহায্য করতে গিয়ে যে ভাবে নাগাড়ে সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে চলেছে রাশিয়া, তার পর অন্তত তাদের মুখে এ কথা সাজে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রথম থেকেই নানা ভাবে সমর্থন জানিয়ে আসছে রাশিয়া ও চিন। কিন্তু ইরানও যে ভাবে রাশিয়া ও চিনের বক্তব্যকে সমর্থন জানিয়েছে, তাতে অনেকেই বিস্মিত। কারণ ইরাকের মাটিতে আইএস-বিরোধী অভিযানের সময় ইরান কার্যত আমেরিকার পাশে দাঁড়িয়েছিল। এখন সিরিয়ার ক্ষেত্রে হঠাৎ কেন এমন ভোলবদল, তার ব্যাখ্যা মিলছে না। আরব দুনিয়ার দশটি দেশ আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মধ্যে অন্যতম সৌদি আরব। এখন এই আরব দেশগুলি থেকে ইরাক-সিরিয়ায় আইএসের সদস্য নিয়োগে বাধা দেওয়াই মার্কিন জোটের মূল লক্ষ্য। সেই কারণেই দ্রুত সিরিয়ায় হামলা চালাতে চাইছেন বারাক ওবামা।

Advertisement

মালালা-কাণ্ডে

মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টায় অভিযুক্ত ১০ তালিবান জঙ্গিকে ধরল পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, জেরায় জঙ্গিরা এই ঘটনার মূলচক্রী হিসেবে তেহরিক-ই-তালিবান (টিটিপি)-এর নেতা মোল্লা ফজলুল্লার নাম জানিয়েছে। নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মালালা। তাই ২০১২ সালে গুলি করা হয় তাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement