টুকরো খবর

ভারতীয় বংশোদ্ভূত শিল্পী বাসুদেব এস গায়তোঁড়ের আঁকা বেশ কয়েকটি ছবি নিলাম করবে দুই নিলাম সংস্থা বনহ্যামস ও ক্রিস্টি। এ ছাড়া, নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে ২৪ অক্টোবর থেকে শিল্পীর এক বিশেষ প্রদর্শনীও শুরু হচ্ছে। বনহ্যামস নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, নিলাম হবে ‘আনটাইটেলড ১৯৬১’। এই ছবিটি ৩ থেকে ৫ লক্ষ ডলারে বিক্রি হতে পারে বলে নিলাম সংস্থার আশা।

Advertisement
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৭
Share:

গায়তোঁড়ের ছবি নিলামে

Advertisement

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

ভারতীয় বংশোদ্ভূত শিল্পী বাসুদেব এস গায়তোঁড়ের আঁকা বেশ কয়েকটি ছবি নিলাম করবে দুই নিলাম সংস্থা বনহ্যামস ও ক্রিস্টি। এ ছাড়া, নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে ২৪ অক্টোবর থেকে শিল্পীর এক বিশেষ প্রদর্শনীও শুরু হচ্ছে। বনহ্যামস নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, নিলাম হবে ‘আনটাইটেলড ১৯৬১’। এই ছবিটি ৩ থেকে ৫ লক্ষ ডলারে বিক্রি হতে পারে বলে নিলাম সংস্থার আশা। ১৯৬৩ সালে আঁকা গায়তোঁড়ের আর একটি ছবির দাম ধরা হয়েছে ৬ থেকে ৮ লক্ষ ডলার। ক্রিস্টি গায়তোঁড়ের ১৯৭১-এর একটি ছবি নিলাম করবে। সেই ছবিটির দাম ধরা হয়েছে সাড়ে ৭ লক্ষ ডলার থেকে ৯ লক্ষ ডলার পর্যন্ত।

Advertisement

মোদীর বক্তৃতা

সংবাদ সংস্থা • নিউ ইউর্ক

নিউ ইয়র্ক সফরকালে নরেন্দ্র মোদীর বক্তৃতা সরাসরি সম্প্রচারিত হবে টাইমস স্কোয়ারে। ২৮ সেপ্টেম্বর ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ২০ হাজার শ্রোতার সামনে বক্তৃতা দেবেন মোদী। সেই বক্তৃতাই বিরাট পর্দা টাঙিয়ে সম্প্রচারিত হবে টাইমস স্কোয়ারে। শ্রোতাদের বোঝার সুবিধার জন্য হিন্দি সেই বক্তৃতার নীচে ইংরেজিতে সাব টাইটেল দেওয়া থাকবে।

আত্মঘাতী মহিলা

কুমির ভরা জলাধারে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন তাইল্যান্ডের এক মহিলা। শুক্রবার ব্যাঙ্ককের ঘটনা। একটি পায়ে হাঁটা রাস্তা দিয়ে ওই জলাধারের প্রায় মাঝামাঝি ঢুকে কুমিরদের খাওয়াতে পারেন পর্যটকরা। সেখান থেকেই ভিতরে ঝাঁপ মারেন মহিলা। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানান মহিলার বোন।

হত ৬ পুলিশ

জঙ্গি আক্রমণে মিশরে প্রাণ হারালেন দুই পুলিশ। অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, এল-আরিশ এবং রাফার মাঝামঝি একটি জায়গায় পুলিশের কনভয় লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ে জঙ্গিরা। এক অফিসার-সহ ছয় পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement