ব্রেক্সিট আইনে সায় রানির

প্রায় এক বছরের বিতর্কের অবসান। রানি দ্বিতীয় এলিজ়াবেথের সায় মিলল। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে আর বাধা রইল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০২:১৯
Share:

ছবি: এএফপি।

প্রায় এক বছরের বিতর্কের অবসান। রানি দ্বিতীয় এলিজ়াবেথের সায় মিলল। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে আর বাধা রইল না।

Advertisement

হাউস অব কমন্সের স্পিকার জন বারকাও বলেছেন, ‘‘গত সপ্তাহে পার্লামেন্টের দুই হাউসে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিল পাশ হয়েছে। রানি তাতে সায় দেওয়ায় এ বার ব্রেক্সিট আইন পাশে আর বাধা নেই। এটা কনজ়ারভেটিভ শাসকদের জয়।’’ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, ‘‘রানির সম্মতি দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ব্রিটিশ জনতার ইচ্ছে অনুযায়ী এগোনোর পথে এটা একটা বড় ধাপ।’’ ২০১৭-র জুলাইয়ে পার্লামেন্টে ব্রেক্সিট বিল পেশ করার পর থেকে বিতর্ক চলছিল। ব্রেক্সিটের সমর্থক কনজ়ারভেটিভ এমপি জেকব রিস-মগের মতে, ব্রেক্সিটের আইনি পথ এ বার মসৃণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement