সংস্কৃতি বর্ষ পালন ব্রিটেন ও ভারতের

দু’শো বছরের ইতিহাসকে সঙ্গী করে ভারত এ বার বিলেতের মাটিতে। ভারত-ব্রিটেন সংস্কৃতি-বর্ষ উদ্‌যাপনে এগিয়ে এসেছে লন্ডনের বাকিংহাম প্যালেস। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী ডিউক অব এডিনবরার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা হবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:২৩
Share:

দু’শো বছরের ইতিহাসকে সঙ্গী করে ভারত এ বার বিলেতের মাটিতে। ভারত-ব্রিটেন সংস্কৃতি-বর্ষ উদ্‌যাপনে এগিয়ে এসেছে লন্ডনের বাকিংহাম প্যালেস। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী ডিউক অব এডিনবরার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা হবে

Advertisement

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির। দিনের শুরুতে ভারতীয় সঙ্গীতকার এ আর রহমানের অস্কার-জয়ী সুর ‘জয় হো’ বাজবে ব্রিটিশ সেনার ব্যান্ডে। সঙ্গে থাকবে আরও ভারতীয় গান। সন্ধ্যায় প্রিন্স ফিলিপের সঙ্গে আসবেন রানি। নাতি প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেটও থাকবেন সেখানে।

বাকিংহাম প্যালেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ভারত এবং ব্রিটেনের সংস্কৃতির সেরা অংশের খোঁজেই এই মেলবন্ধন অনুষ্ঠান।’’ দু’দেশের অনেক হাই প্রোফাইল অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন।

Advertisement

সেলিব্রিটি তালিকায় রয়েছেন অনুষ্কা শঙ্কর, নেহা কপূর, আয়েষা ঢরকড়, ক্রীড়া-তারকা কপিল দেবের মতো ব্যক্তিত্ব। বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছে দু’দেশের জাদুঘর। দেখানো হবে ছবি, আর হবে কনসার্ট। এর পরে লন্ডনে ১৪-১৫ মার্চ বইমেলা। সেখানেও বিভিন্ন সাহিত্যিক থাকবেন আলোচনার জন্য। পাঁচ দিনের সফরে জেটলি বৈঠক করবেন কনজারভেটিভ নেতা ফিলিপ হ্যামন্ড, বিদেশমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে ব্যবসা-বাণিজ্য কোন পথে এগোবে কথা হবে তা নিয়েও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন