US airport

কানাডার শিখ  মন্ত্রীকে হেনস্থা

কী ঘটেছিল? বেনস জানিয়েছেন, মিশিগানের নেতাদের সঙ্গে বৈঠক করে টরন্টো ফিরছিলেন বেনস। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী বেনসের পাগড়ি খুলতে বলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৩:৫০
Share:

কোনও রকম সমস্যা ছাড়াই মেটাল ডিটেক্টরের পরীক্ষা পেরিয়ে গিয়েছিলেন তিনি। তবু নিরাপত্তার অজুহাতে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দরে কানাডার শিখ মন্ত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠল। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী কানাডার বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী নভদীপ বেনসকে পাগড়ি খুলে ফেলতে বলেন বলে অভিযোগ। পরে এর জন্য ক্ষমা চায় আমেরিকা। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে এই কথা জানান বেনস।

Advertisement

কী ঘটেছিল? বেনস জানিয়েছেন, মিশিগানের নেতাদের সঙ্গে বৈঠক করে টরন্টো ফিরছিলেন বেনস। বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী বেনসের পাগড়ি খুলতে বলেন। বেনসের দাবি, ‘‘আমি তাঁকে বলি, মেটাল ডিটেক্টর ঠিক মতো কাজ করছে। তা হলে কেন আমি পাগড়ি খুলব?’’ বিষয়টি নিয়ে কানাডার বিদেশমন্ত্রী ক্ষোভ জানান মার্কিন বিদেশমন্ত্রীর কাছে। এর পরেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং পরিবহণ দফতর বেনসের কাছে ক্ষমা চায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement