তাইল্যান্ডে গুহাবন্দি কিশোর ফুটবল দল

নিখোঁজ কিশোর ফুটবল দলের ১২ জন সদস্য এবং কোচের খোঁজে উত্তর তাইল্যান্ডের থাম লুয়াং ন্যাং নন গুহায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০২:৪২
Share:

ছবি: এএফপি।

নিখোঁজ কিশোর ফুটবল দলের ১২ জন সদস্য এবং কোচের খোঁজে উত্তর তাইল্যান্ডের থাম লুয়াং ন্যাং নন গুহায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

শনিবার বেলা একটা থেকে নিখোঁজ এই ১৩ জন। সে দিনই গুহার বাইরে বেশ কয়েকটি সাইকেল দেখতে পান তাইল্যান্ডের ‘ন্যাশনাল পার্ক অথোরিটি’র এক আধিকারিক। তখনই আশঙ্কা করা হয়, এই গুহায় ঢুকেছে ওই দলটি।

গুহাটি বেঁকেচুরে মাটির নীচে নেমে গিয়েছে। গুহাটির মুখেই একটি ছোট নদী রয়েছে। হঠাৎ হড়পা বাণ আসায় গুহার ভিতরে জল ঢুকে গিয়েছে। ফলে আটকে পড়েছে ওই ১২ জন কিশোর এবং তাদের বছর পঁচিশেকের কোচ। তবে গুহায় জল ঢুকলেও মনে করা হচ্ছে, কিশোররা যেখানে আটকে সেখানে জল নেই। ফলে তারা সুরক্ষিতই রয়েছে।

Advertisement

পুলিশের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারে নেমেছে নৌবাহিনীও। তবে বাধ সাধছে বৃষ্টি এবং অন্ধকার। গুহায় অক্সিজেনের মাত্রা কম হওয়ায় সমস্যা বেড়েছে। একটি সূত্রের খবর, নিখোঁজদের দেখা মিলেছে। তবে জলের মাত্রা বেশি হওয়ায় তাদের বাইরে আনা যায়নি।

সোমবার নৌবাহিনীর ডুবুরিরা গুহার ভিতর প্রবেশ করে গুহার ভিতরে দড়ি লাগান। নিখোঁজদের কাছে খাবার পৌঁছোনোরও চেষ্টা করা হচ্ছে। তবে যেখানে ওই দলের আটকে থাকার আশঙ্কা, সেখানে পৌঁছতে এখনও পাঁচ মিটার গভীরে ডুব দিতে হবে বলে জানানো হয়েছে নৌবাহিনীর ফেসবুক পেজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement