অশোকের বৌদ্ধ স্তূপের সংস্কার চিনে

মৌর্য সম্রাট অশোকের স্মৃতিজড়িত একটি বৌদ্ধ স্তূপকে নতুন করে খুঁজে বের করে তার স্বমহিমায় ফিরিয়ে আনল চিন। তিব্বতের কাছে চিনের কুইঙ্গঘাই প্রদেশের নাঙ্গচেনে দু’হাজার বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল এই স্তূপ।

Advertisement

সংবাদ সংস্থা

নাঙ্গচেন (চিন) শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৯
Share:

মৌর্য সম্রাট অশোকের স্মৃতিজড়িত একটি বৌদ্ধ স্তূপকে নতুন করে খুঁজে বের করে তার স্বমহিমায় ফিরিয়ে আনল চিন। তিব্বতের কাছে চিনের কুইঙ্গঘাই প্রদেশের নাঙ্গচেনে দু’হাজার বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল এই স্তূপ। সময়ের সঙ্গে ধ্বংসাবশেষে পরিণত হয়ে হারিয়েই গিয়েছিল প্রায়। গত মঙ্গলবার থেকে সেখানে থেকে আবার পূজা-অর্চনা শুরু হয়েছে। দ্রুকপা বংশের ভারতীয় ধর্মগুরু গ্যালওয়াঙ্গ দ্রুকপা নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করেছেন ওই স্তূপে।

Advertisement

ইতিহাস বলে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের মৃত্যুর পরে তাঁর দেহের বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে রেখেছিলেন তাঁর অনুগামীরা। সম্রাট অশোক সেগুলি একাধিক স্তূপে সংরক্ষণ করেন। দেশ-বিদেশের নানা প্রান্তে পাঠানো হয় স্তূপগুলি। চিনে পাঠানো হয় তার ১৯টি। নানচেঙ্গ ছাড়াও জিয়ান, নানজিঙ্গ আর আয়ুয়াঙ্গ প্রদেশেও মিলেছে এই ধরনের তিনটি স্তূপ। বাকিগুলি সম্ভবত ধ্বংসপ্রাপ্ত। সম্প্রতি নাঙ্গচেনের স্তূপটিই সবচেয়ে আগে নজরে আসে। ধ্বংসের মধ্যে চাপা পড়ে থাকা একটি স্তম্ভ হঠাৎ চোখে পড়ে যায় গ্রামবাসীর। তার পরে ২০০৭ সাল থেকে শুরু হয় সংস্কারের কাজ। বুদ্ধের একটি বিশাল সোনালি মূর্তি এবং অশোকের স্তম্ভের মতো একটি সৌধও গড়ে তোলা হয়েছে স্তূপের পাশে। মঙ্গলবার থেকে অজস্র ভক্তসমাগমের মাঝখানে ওই স্তূপে ফের পূজার্চনা শুরু হল। — সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন