International

ভারতের সাফল্যের দিন মহাকাশে উপগ্রহ পাঠাতে ব্যর্থ হল চিন

ভারতের সাফল্যের দিন বেশ বড় মাপের ব্যর্থতা এল চিনের মহাকাশ গবেষণায়। উচ্চ প্রযুক্তির একটি সর্বাধুনিক উপগ্রহ মহাকাশে পাঠাতে পারল না চিন। ভেঙে পড়ল উৎক্ষেপণের সময়েই। ঘটনাচক্রে, এ দিনই শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটে চাপিয়ে নিখুঁত ভাবে একটি পরিবেশ পর্যবেক্ষক উপগ্রহকে্ মহাকাশে পাঠাল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৪
Share:

ব্যর্থ উৎক্ষেপণ।

ভারতের সাফল্যের দিন বেশ বড় মাপের ব্যর্থতা এল চিনের মহাকাশ গবেষণায়। উচ্চ প্রযুক্তির একটি সর্বাধুনিক উপগ্রহ মহাকাশে পাঠাতে পারল না চিন। ভেঙে পড়ল উৎক্ষেপণের সময়েই। ঘটনাচক্রে, এ দিনই শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটে চাপিয়ে নিখুঁত ভাবে একটি পরিবেশ পর্যবেক্ষক উপগ্রহকে্ মহাকাশে পাঠাল ভারত।

Advertisement

হংকংয়ের দৈনিক ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানাচ্ছে, বৃহস্পতিবার শাংসিতে তাই হুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ ফোর-সি’ রকেটে চাপিয়ে ‘গাওফেন-১০’ উপগ্রহটিকে মহাকাশে পাঠাতে চেয়েছিল চিন। কিন্তু উৎক্ষেপণের সময়েই ভেঙে পড়ে রকেটটি। ভেঙে পড়ে তার মাথায় বসানো কৃত্রিম উপগ্রহটিও। ২০১৩ সালের পর এই প্রথম উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল কোনও চিনা রকেট।

আরও পড়ুন- জিএসএলভি-তে চেপে ইনস্যাট-৩ডিআর গেল কক্ষপথে

Advertisement

ধূমকেতুর পর এবার গ্রহাণুতে পা, মহাকাশে যাচ্ছে ‘ওসিরিস-রেক্স’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement