নাথু লা নিয়ে কথায় রাজি চিন

এ বার চিনের বক্তব্য, ব্রহ্মপুত্র ও শতদ্রু নদী সংক্রান্ত কোনও তথ্যই আপাতত তারা ভারতকে দিতে পারবে না। যদিও একই দিনে চিন জানিয়েছে, ভারতীয় তীর্থযাত্রীদের জন্য নাথু লা পাস খুলে দেওয়া নিয়ে কথাবার্তা চালিয়ে যেতে তারা রাজি।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৩
Share:

একবার শান্তি প্রস্তাব তো পর ক্ষণেই চিনের হুঁশিয়ারি। নরমে-গরমে ডোকলাম প্রসঙ্গ নিয়ে ভারত-চিনের চাপানউতোর চলছেই।

Advertisement

এ বার চিনের বক্তব্য, ব্রহ্মপুত্র ও শতদ্রু নদী সংক্রান্ত কোনও তথ্যই আপাতত তারা ভারতকে দিতে পারবে না। যদিও একই দিনে চিন জানিয়েছে, ভারতীয় তীর্থযাত্রীদের জন্য নাথু লা পাস খুলে দেওয়া নিয়ে কথাবার্তা চালিয়ে যেতে তারা রাজি।

চিনের ব্যাখ্যা, তিব্বতে তাদের তথ্য সংগ্রহশালাটি সংস্কার করানো হচ্ছে। এ অবস্থায় ভারতকে তথ্য দেওয়ার অবস্থায় তারা নেই। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘‘এত দিন তো সহযোগিতার করে এসেছি।’’ ডোকলাম নিয়ে টানাপড়েনের জেরে এমনিতেই নদী সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়ার প্রক্রিয়াটি বন্ধ। কবে তা শুরু হবে প্রশ্ন করা হলে, ‘পরে ভেবে দেখা হবে’ বলেই থেমে যান শুয়াং। ভারতকে আগে থেকে জানানো হয়েছিল কি না, সে প্রশ্নে বলেন, তাঁর পাওয়া খবর অনুযায়ী ভারত সব জানে।

Advertisement

সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, ২০০৬ সালে দু’টি মউ সাক্ষরিত হয়েছিল। তাতে স্পষ্ট উল্লেখ ছিল— ‘‘১৫ মে থেকে ১৫ জুন, বর্ষায় সময়ে ব্রহ্মপুত্র ও শতদ্রু নদী সংক্রান্ত যাবতীয় তথ্য ভারতের সঙ্গে ভাগ করে নেবে চিন।’’ কিন্তু এ বছর তেমন কিছুই হয়নি।

তবে চিনের আশ্বাস, মানস ও কৈলাস-যাত্রীদের কথা ভেবে নাথু লা পাস নিয়ে কথা চালিয়ে যাবে তারা। ডোকলাম-কাণ্ডে সেটাও বন্ধ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন