China

অরুণাচল লাগোয়া তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে বুলেট ট্রেন চালাল চিন

তিব্বত প্রদেশের রাজধানী লাসা এবং সীমান্তবর্তী শহর লিনঝিকে এই রেল লাইন যুক্ত করেছে। রেলপথের বেশিরভাগই প্রত্যন্ত এলাকা দিয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৬:০১
Share:

তিব্বতে বুলেট ট্রেন সংগৃহীত ছবি

ভারতের অরুণাচল প্রদেশের কাছে তিব্বতের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে বুলেট ট্রেন চালানো শুরু করল চিন। শুক্রবার সকালেই বুলেট চালানো হয়। তিব্বত প্রদেশের রাজধানী লাসা এবং সীমান্তবর্তী শহর লিনঝিকে এই রেল লাইন যুক্ত করেছে। এই লিনঝি নিয়েই বিতর্ক রয়েছে। অরুণাচল সীমান্তের খুব কাছে লিনঝি। ৪৩৫.৫ কিলোমিটার এই রেলপথের বেশিরভাগই প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গিয়েছে। আগামী ১ জুলাই চিনের কমিউনিস্ট পার্টির একশো বছর পূর্তি। তার আগেই শুক্রবার এই রেলপথের সূচনা করে কী ভারতকে বড় বার্তা দিল বেজিং?

Advertisement

কিংহাই-তিব্বত রেলপথের পর সিচুয়ান-তিব্বত রেলপথ হল তিব্বতের দ্বিতীয় রেলপথ। এটি বিশ্বের ভূ-তাত্ত্বিকভাবে অন্যতম সক্রিয় অঞ্চল কিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে গিয়েছে।

নভেম্বর মাসে, চিনের রাষ্ট্রপতি শি চিনফিং তিব্বতের সিচুয়ান প্রদেশ এবং লিনঝির মধ্যে এই রেল প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এই নতুন রেলপথ সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বড় ভূমিকা নেবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন