চিনা নিষেধাজ্ঞা মার্কিন সংস্থায়

হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে কয়েক দিন আগেই আইন পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। আজ চিনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এনইডি, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউসের মতো কয়েকটি বেসরকারি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং ও ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৪:২০
Share:

হংকংয়ের রাস্তা। ফাইল চিত্র

মার্কিন সামরিক বাহিনীর জাহাজ-বিমানকে হংকংয়ে বিশ্রামের সুযোগ দেওয়া বন্ধ হয়েছিল আগেই। এ বার কয়েকটি মার্কিন বেসরকারি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করল বেজিং। পাশাপাশি মার্কিন সরকারি কর্তা ও জনপ্রতিনিধিদের ভিসা দেওয়া বন্ধ হতে পারে বলেও দাবি চিনা সরকারি সংবাদমাধ্যমের।

Advertisement

হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে কয়েক দিন আগেই আইন পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। আজ চিনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এনইডি, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউসের মতো কয়েকটি বেসরকারি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেজিংয়ের দাবি, ওই সংস্থাগুলি মার্কিন সরকারের সঙ্গে হাত মিলিয়ে হংকংয়ে ‘হিংসাত্মক’ কাজকর্মে মদত দিয়েছে। হংকংয়ে খোলা অফিসের মাধ্যমেই চিনে নিজেদের কাজকর্ম চালায় ওই বেসরকারি সংস্থাগুলি।

হংকংয়ের পাশাপাশি চিনের শিনজিয়াং প্রদেশের উইগুর সম্প্রদায়ের অধিকার নিয়েও মার্কিন কংগ্রেসে বিল পেশ হয়েছে। যার ফলে মার্কিন সরকারি কর্তা ও জনপ্রতিনিধিদের ভিসা দেওয়া বন্ধ করতে পারে বেজিং।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন