China-Germany

‘এশিয়ায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে’, জার্মান বিদেশমন্ত্রীর জাপান সফরের মাঝেই প্রতিক্রিয়া চিনের

জোহান রবিবার জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়ার সঙ্গে বৈঠকের পরে বলেছিলেন, ‘‘চিন বারবার হুমকি দিচ্ছে, তারা একতরফা ভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটাবে, সীমান্ত নিজেদের মতো নির্ধারণ করবে। এমন পদক্ষেপ অনভিপ্রেত।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২৩:২৮
Share:

—প্রতীকী চিত্র।

জাপান সফরে গিয়ে রবিবার তাইওয়ান প্রণালী এবং পূর্ব ও দক্ষিণ চিন সাগরে বেজিঙের আগ্রাসী আচরণের নিন্দা করেছিলেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার তার কড়া প্রতিক্রিয়া জানাল শি জিনপিং সরকার।

Advertisement

জোহান রবিবার জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়ার সঙ্গে বৈঠকের পরে বলেছিলেন, ‘‘চিন বারবার হুমকি দিচ্ছে, তারা একতরফা ভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটাবে, সীমান্ত নিজেদের মতো নির্ধারণ করবে। এমন পদক্ষেপ অনভিপ্রেত।’’ সোমবার বার্লিনকে হুঁশিয়ারি দিয়ে বেজিং বলেছে, ‘‘এশিয়ায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সংঘাত উস্কে দেওয়া এবং উত্তেজনার আঁচ বাড়ানো উচিত নয়।’’

পাশাপাশি, চিনা বিদেশ দফতরের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘পূর্ব চিন সাগর ও দক্ষিণ চিন সাগরের পরিস্থিতি স্থিতিশীলই রয়েছে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলির প্রতি আহ্বান জানাচ্ছি, আঞ্চলিক দেশগুলির প্রতি আস্থাশীল হোন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’’ সেই সঙ্গে তাইওয়ান প্রণালী সম্পর্কে জার্মান বিদেশমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে চিনা বিদেশ দফতরের মুখপাত্রের মন্তব্য, ‘‘এটি পুরোপুরি চিনের অভ্যন্তরীণ বিষয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement