এ কেমন চিন! লোন নিলে জমা রাখতে হবে নিজের ন্যুড ফটো!

লোনের বিনিময়ে গ্যারান্টি ন্যুড ফটো! লোন নিলে শোধের গ্যারান্টিও দিতে হয়। এটাই দস্তুর। তা বলে ন্যুড ফটো! চিনের বেজিংয়ে সম্প্রতি এমন ঘটনাই সামনে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ২৩:৩১
Share:

লোনের বিনিময়ে গ্যারান্টি ন্যুড ফটো! লোন নিলে শোধের গ্যারান্টিও দিতে হয়। এটাই দস্তুর। তা বলে ন্যুড ফটো! চিনের বেজিংয়ে সম্প্রতি এমন ঘটনাই সামনে এসেছে। এমন অদ্ভুতুড়ে লোনের ঘটনা সামনে আসার পর অভিযোগ জমা পড়েছে বেজিংয়ের ওই অনলাইন লোন সংস্থার বিরুদ্ধে।

Advertisement

ঘটনাটি প্রথম সামনে আনেন এক মহিলা। যিনি খুব সহজেই ৭৬ ডলার লোন নেন ওই অনলাইন সংস্থা থেকে। সময় মতো সেই লোন মিটিয়েও দেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। এর পর যখন তিনি আরও বেশি অ্যামাউন্ট লোন নিতে চান তখনই বেঁকে বসে ওই সংস্থা। লোনের বিনিময়ে গ্যারান্টি হিসাবে তাঁর ন্যুড ফটো চায় সংস্থাটি।

আরও পড়ুন: জানেন কি ব্রিটেনের রানির হ্যান্ডব্যাগে কী আছে?

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুধু এই একটি ক্ষেত্রই নয়। সংস্থাটি অনেক মহিলার ক্ষেত্রেই তা করে থাকে। প্রথমবার খুব সহজে কোনও গ্যারান্টি ছাড়া লোন দিয়ে দেন মহিলাদের। দ্বিতীয়বার যখনই লোন নিতে চাইবেন কোনও মহিলা, তখনই তাঁর থেকে গ্যারান্টি হিসাবে ন্যুড ফটো এবং একটি পরিচয়পত্র চাওয়া হয়ে থাকে। এবং সময়মতো লোন শোধ না করে থাকলে তাঁর ন্যুড ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেয় সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement