China

পর্যটক টানতে চিনা রিকশাওয়ালার ভরসা শাহরুখের গান!

পর্যটকদের আকর্ষণ করতে নিজের রিকশায় হিন্দি সিনেমার গান বাজান তিনি। এই ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন একজন সাংবাদিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১২:৪৬
Share:

এই সেই 'বলিউডি' রিক্সা। ছবি: টুইটার

শাহরুখ খান তথা হিন্দি সিনেমার যতবড় ফ্যানই আপনি হোন না কেন, আপনার সঙ্গে রীতিমতো পাল্লা দিতে পারে চিনের এই রিকশাওয়ালা। পর্যটকদের আকর্ষণ করতে নিজের রিকশায় হিন্দি সিনেমার গান বাজান তিনি। এই ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন একজন সাংবাদিক।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, চিনের প্রাচীরের উপর একটি স্থানে পর্যটকদের আকর্ষণ করতে রিকশায় শাহরুখ খান-মাধুরী দিক্ষীত-করিশ্মা কপূর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘ভোলি সি সুরত’ গানটি চালিয়েছেন তিনি। রিকশায় বসে থাকা একজন যাত্রী যথেষ্ট উপভোগও করছেন তা।

সলমনের ‘সুলতান’ বা আমিরের ‘দঙ্গল’ অসাধারণ ব্যবসা করেছিল চিনে। তাই তিন খানেরই জনপ্রিয়তা যে চিন দেশে ব্যাপক, তা বোঝাই যাচ্ছে।

Advertisement

এর আগে চিনের প্রাচীরের উপরেই কিছু চিনা মানুষকে তামিল ভাষায় কথা বলে পর্যটকদের আকর্ষণ করতে দেখা গিয়েছিল। এ ছাড়াও কিছুদিন আগে আফ্রিকার কিছু মানুষকে দেখা গিয়েছিল শাহরুখের ‘কাল হো না হো’ গান গাইতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিয়োও।

আরও পড়ুন: রাতের শহরে রাস্তার ধারের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ পর্ন ভিডিয়ো! হতভম্ব পথচারীরা

আরও পড়ুন: মেয়ের বিয়ের দিন হুইল চেয়ারে বসে তাঁর সঙ্গে নাচলেন ক্যানসার আক্রান্ত বাবা, ভিডিয়ো মন কাড়ল সকলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement