রেকর্ড গরমের আশঙ্কায় গবেষকেরা

গবেষকদের দাবি, গত ৩০-৫০ লক্ষ বছরে এমনটা ঘটেনি। তাঁরা বলছেন, ‘‘এর পিছনে হাত মানুষেরই।

Advertisement

সংবাদ সংস্থা

জ়ুরিখ শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি।

রেকর্ড গড়েছে ২০১৬। ‘ওয়ার্ল্ড মেটিওরোজিক্যাল অর্গানাইজেশন’ (ডব্লিউএমও)-র দাবি, এই একটি বছরে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব বেড়ে গিয়েছে রেকর্ড পরিমাণ। গবেষকদের দাবি, গত ৩০-৫০ লক্ষ বছরে এমনটা ঘটেনি। তাঁরা বলছেন, ‘‘এর পিছনে হাত মানুষেরই। পাশাপাশি এল নিনো-ও (উষ্ণ সামুদ্রিক জলস্রোত) দায়ী।’’ তবে ফলাফল হতে চলেছে ভয়ঙ্কর। বিজ্ঞানীদের আশঙ্কা, অসহনীয় হয়ে উঠবে গোটা বিশ্বের তাপমাত্রা। মাত্রাছাড়া গরমে হাসফাঁস দশা হবে মানুষের। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৫১টি দেশে সমীক্ষা চালিয়ে ২০১৬-র গ্রিনহাউস গ্যাস বুলেটিন বের করেছে ডব্লিউএমও। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন-ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব মেপে দেখা হয়েছে। আর তাতেই এক রকম চক্ষু চড়কগাছ গবেষকদের!

Advertisement

২০১৬ সালে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের গড় ঘনত্ব ছিল ৪০৩.৩ পিপিএম। ২০১৫-তে যেটা ছিল ৪০০ পিপিএম। ডব্লিউএমও-র বায়ুমণ্ডল বিষয়ক দফতরের প্রধান ওকসানা তারাসোভা বলেন, ‘‘গত ৩০ বছরে কখনও কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব এক লাফে এতটা বেড়ে যেতে দেখা যায়নি।’’ ১৯৯৭-১৯৯৮ সালে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব এক ধাক্কায় ২.৭ পিপিএম বেড়ে গিয়েছিল। কিন্তু এ বার সেটা ৩.৩ পিপিএম। গত দশ বছরের গড় বৃদ্ধির থেকে যা প্রায় ৫০ শতাংশ বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন