Common Urinal

ছাত্র-ছাত্রীদের কমন টয়লেট, তুলকালাম অক্সফোর্ডের কলেজে

ছেলে ও মেয়েদের জন্য বানানো সেই লিঙ্গ-নিরপেক্ষ (জেন্ডার-নিউট্রাল) কমন টয়লেটের কিউবিকলের মেঝেতে প্রতিবাদ জানাতে গিয়ে প্রস্রাব করেছেন কলেজের ছাত্ররা। গত সপ্তাহের ওই প্রতিবাদে ছাত্ররা জেন্ডার-নিউট্রাল সেই কমন টয়লেটের দেওয়ালে লিখে দিয়েছেন ‘‘আমরা আমাদের টয়লেট ফিরে পেতে চাই।’’

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১৯:০১
Share:

সমারভিল কলেজ। -ফাইল চিত্র।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজে ছাত্র ও ছাত্রীদের কমন টয়লেট নিয়ে তুলকালাম চলছে অক্সফোর্ডে।

Advertisement

ছেলে ও মেয়েদের জন্য বানানো সেই লিঙ্গ-নিরপেক্ষ (জেন্ডার-নিউট্রাল) কমন টয়লেটের কিউবিকলের মেঝেতে প্রতিবাদ জানাতে গিয়ে প্রস্রাব করেছেন কলেজের ছাত্ররা। গত সপ্তাহের ওই প্রতিবাদে ছাত্ররা জেন্ডার-নিউট্রাল সেই কমন টয়লেটের দেওয়ালে লিখে দিয়েছেন ‘‘আমরা আমাদের টয়লেট ফিরে পেতে চাই।’’

দৈনিক ‘দ্য সানডে টাইমস’ জানাচ্ছে, টয়লেট থেকে ‘পুরুষ’ ও ‘মহিলা’ শব্দ লেখা তুলে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের ভোটাভুটি হয়েছিল সমারভিল কলেজে, গত জানুয়ারিতে। যাঁরা লিঙ্গ-নিরপেক্ষ কমন টয়লেট বানানোর দাবিতে সরব ছিলেন, তাঁরাই জয়ী হয়েছিলেন ৮৩-১৬ ভোটে। তার পরেই সমারভিল কলেজে চালু হয় ওই লিঙ্গ-নিরপেক্ষ কমন টয়লেট। শুধু সমারভিল কলেজেই নয়, ওই কমন টয়লেট ইতিমধ্যেই চালু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আরও কয়েকটি কলেজে।

Advertisement

ছাত্রদের একাংশের এমন ধরনের প্রতিবাদে যথেষ্টই বিরক্ত কলেজ-কর্তৃপক্ষ। তাঁদের কথায়, ‘‘ছাত্রদের এমন অসভ্য আচরণ আমরা মেনে নিচ্ছি না। ওঁদের (প্রতিবাদী ছাত্রদের) সতর্ক করা হয়েছে। কলেজের সকলেরই একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন