আপত্তি সত্ত্বেও পোল্যান্ডের দক্ষিণপন্থী পার্লামেন্টে বৃহস্পতিবার অনুমোদন পেয়ে গেল বিতর্কিত হলোকস্ট বিল। সপ্তাহখানেক আগের প্রস্তাবিত এই বিল-এ বলা হয়েছিল, পোল্যান্ডের নাৎসি ক্যাম্পগুলিকে পোলিশ হিসেবে কেউ উল্লেখ করলে তাঁর তিন বছর জেল বা জরিমানা হবে। তিনি পোল্যান্ডের নাগরিক হোন বা বিদেশি কেউ। এই বিল নিয়ে ক্ষোভ জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেন, ‘‘এ ভাবে কেউ ইতিহাস পাল্টাতে পারে না।’’ বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে আমেরিকাও। মার্কিন বিদেশ দফতরের বক্তব্য, বাক্স্বাধীনতার জন্য বিপজ্জনক এই বিল।
বিশেষজ্ঞরা বলছেন, এমন একটা সময়ে এই বিল পাশ হল যখন দক্ষিণপন্থী এবং অভিবাসন-বিরোধী দলগুলি ইউরোপে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। পোল্যান্ডেও শাসক দল ‘ল অ্যান্ড জাস্টিস পার্টি’ সেই গোত্রেই পড়ে। তাদের দাবি, ‘‘পোল্যান্ডের সম্মান রক্ষার্থেই এই বিলের ভাবনা। মনে রাখতে হবে, ইহুদিদের পাশাপাশি পোলিশরাও নাৎসিদের নির্যাতন সহ্য করেছিলেন।’’