‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’, প্রকাশ্যে সঙ্কেতের মানে!

দিব্যি আছেন, হেঁটেচলে বেড়াচ্ছেন। প্রাসাদও সারাই হবে। তারই মধ্যে এ কী অলক্ষুণে কথা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:২৩
Share:

রানি দ্বিতীয় এলিজাবেথ

দিব্যি আছেন, হেঁটেচলে বেড়াচ্ছেন। প্রাসাদও সারাই হবে। তারই মধ্যে এ কী অলক্ষুণে কথা!

Advertisement

রানি দ্বিতীয় এলিজাবেথ যদি মারা যান, তা হলে কোন সঙ্কেত বার্তায় সেটা প্রথম শীর্ষ মহলে জানানো হবে, সেটা ফাঁস হয়ে গিয়েছে সংবাদপত্রে। রানি বলে কথা! নব্বই পেরিয়েও গিয়েছেন। সঙ্কেত-বাক্য আগে থেকে ঠিক করে রাখাটা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে সেটা আগাম ফাঁস হয়ে যাওয়াটা অস্বস্তির বই কী!

অথচ ব্রিটেনের একটি সংবাদপত্র দাবি করেছে, তারা জেনে ফেলেছে সেই সঙ্কেত— ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন।’ টেমস নদীর উপরে লন্ডন সেতুর নীচ দিয়ে উঁচু জলযান গেলে সেতুটি মাঝামাঝি ভাগ হয়ে উপরে খুলে যায়। যান চলে গেলে আবার তা নেমে এসে আগের মতো হয়ে যায়। কলকাতার খিদিরপুরেও একই ব্যবস্থা আছে। স্বস্তির কথা হল, আপাতত লন্ডন সেতু বহাল তবিয়তে আছে। আছেন রানিও।

Advertisement

আরও পড়ুন: নিউ ইয়র্কে মুসলিম দম্পতিকে হেনস্থার হাত থেকে বাঁচালেন তরুণী, ভিডিও ভাইরাল

পরের মাসেই একানব্বই বছরে পা দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার আগেই এই সঙ্কেতবার্তা ফাঁস হয়ে গেল। ফলে কার্যক্ষেত্রে আদৌ
‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ আর ব্যবহার করা হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement