British Parliament

ব্রিটিশ পার্লামেন্টও কি এ বার অনলাইনে

দ্রুত পার্লামেন্টের কাজ শুরু করতে চায় জনসন সরকার। সেই লক্ষ্যেই অনলাইনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৪:৩৪
Share:

ছবি এফপি।

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পার্লামেন্টের কাজ চালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ এমপিরা। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হওয়ার কথা পার্লামেন্টে। সেই প্রস্তাব পাশ হয়ে গেলে এমপিরা ‘জ়ুম ভিডিয়ো কনফারেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পার্লামেন্টের কাজ সারতে পারবেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা ৬৫০। তবে ১২০ জনের বেশি একসঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দিতে পারবেন না।

Advertisement

ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে যুবরাজ চার্লস, কে নেই আক্রান্তের তালিকায়! মৃতের সংখ্যাও ১৭ হাজার ছাড়িয়েছে। আজই করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মনজিৎ সিংহ রিয়ত (৫২)। রয়্যাল ডার্বি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ধাক্কা খাচ্ছে অর্থনীতিও। শ্রমিকের অভাবে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় দ্রুত পার্লামেন্টের কাজ শুরু করতে চায় জনসন সরকার। সেই লক্ষ্যেই অনলাইনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অনলাইনে অধিবেশন চললে অবশ্য এমপিরা ‘ববিং’ (ক্রমাগত ওঠবোস করে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা) বা ‘হেকলিং’-এর (পিছনের সারি থেকে চিৎকার করে বক্তাকে বিরক্ত করা) মতো পার্লামেন্টের ‘প্রথামাফিক’ কাজকর্ম কিছুই করতে পারবেন না। কিন্তু সে সব নিয়ে আপাতত কেউই ভাবছেন না। কত দ্রুত ছন্দে ফেরা যায়, প্রশাসনের লক্ষ্য সেটাই।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন