Coronavirus

কাজে ভুল রুখতে চুম্বন-দাওয়াই চিনের কারখানায় মালিকের!

কারখানার মালিক (যাঁর পদবি, ‘মা’) যুক্তি দিয়েছেন, চার ঠোঁটের মিলন তো ঘটেনি। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেওয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৪:২৯
Share:

করোনা-আতঙ্কেও বিপদ-চুম্বন।

লকডাউনের পরে কারখানা খুলেছে আবার। সেই উপলক্ষেই কি না চুমুর প্রতিযোগিতা। এবং সেই দেশে, যেখানে প্রথম থাবা বসিয়েছিল নোভেল করোনাভাইরাস! চিনের সুঝৌ শহরের একটি আসবাব কারখানায় আয়োজিত এ-হেন প্রতিযোগিতার ছবি-ভিডিয়ো সে দেশের সমাজমাধ্যমে প্রায় কোটি বার দেখা হয়েছে ঠিকই, কিন্তু সমালোচনার ঝড়ও উঠেছে। কারখানার মালিক (যাঁর পদবি, ‘মা’) যুক্তি দিয়েছেন, চার ঠোঁটের মিলন তো ঘটেনি। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেওয়াল। তার দু’পাশ থেকেই চুম্বন করেছে ১০টি যুগল। কাচগুলো অ্যালকোহল দিয়ে ধোয়াও হয়েছে। ‘শ্রীযুক্ত মা’ বলেন, ‘অতিমারির জন্য সবাই খুব উদ্বেগে। অনেকেই মনের ভার লাঘব করতে পারেননি। তার জেরে (কারখানায়) উৎপাদনের সময়ে কাজে ভুল হতে পারত। তাই এই প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগীদের মধ্যে কয়েক জন দম্পতিও ছিলেন, যাঁরা সহকর্মী।’ অল্পবিস্তর লকডাউন উঠলেও চিন করোনা-মুক্ত হয়েছে, এমন ঘোষণা এখনও নেই। হোক না কাচের দেওয়াল, কাজে ভুল হওয়ার আশঙ্কা আছে বলে কারখানার কর্মীকে প্রকাশ্যে মাস্ক নামিয়ে চুম্বন করতে হবে, এ কেমন কথা!

Advertisement

আরও পড়ুন: দ্বিগুণ হবে ক্ষুধার্ত, শঙ্কা রাষ্ট্রপুঞ্জের

আরও পড়ুন: আরও খারাপ দিন আসতে চলেছে, সতর্ক করল হু

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন