Coronavirus

কাবুলে মৃত বেড়ে ২৪, গনির হুঙ্কার

মঙ্গলবার ভোরে ওই হাসপাতালে প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ-জঙ্গি গুলিযুদ্ধ চলে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৩:৩৪
Share:

দস্তি বারচি এলাকার হাসপাতালে জঙ্গি হামলার পরে এই দুই নবজাতককে উদ্ধার করে নিয়ে আসা হয় আতাতুর্ক শিশু হাসপাতালে। পিটিআই

কাবুলের প্রসূতি হাসপাতালে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। গত কাল আফগানিস্তানের রাজধানী শহরের পশ্চিমে দস্তি বারচি এলাকার ওই হাসপাতালে আচমকাই হামলা চালায় এক দল জঙ্গি। নিহতদের মধ্যে দুই সদ্যোজাত শিশু, তাদের মা ও হাসপাতালের বেশ কয়েক জন নার্স রয়েছেন।

Advertisement

মঙ্গলবার ভোরে ওই হাসপাতালে প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ-জঙ্গি গুলিযুদ্ধ চলে। হাসপাতালে আটকে থাকা মা-শিশু-চিকিৎসকদের উদ্ধার করতে গিয়ে বেশ চাপে পড়তে হয়েছিল পুলিশকে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারেক আরিয়ান প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, ১৬ জন নিহত হয়েছেন ওই হামলায়। একশোরও বেশি মহিলা ও শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু পরে উপ-জনস্বাস্থ্য মন্ত্রী ওয়াহিদ মাজরো সাংবাদিক বৈঠক করে জানান, নিহতের সংখ্যা ২৪। আহত ১৬ জন।

হাসপাতালে বেশ কিছু সদ্যোজাত শিশু ছিল। এদের মধ্যে ২১ জনকে প্রসূতি হাসপাতাল থেকে উদ্ধার করে কাবুলেরই আতাতুর্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানের চিকিৎসক সইদ ফারেদ বলেন, ‘‘একটি সদ্যোজাত শিশুর হাড় ভেঙেছিল। তাকে ইন্দিরা গাঁধী শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সুস্থ আছে।’’

Advertisement

তালিবান কিংবা ইসলামিক স্টেট (আইএস), কেউই প্রাথমিক ভাবে ঘটনার দায় নেয়নি। পরে তালিবান তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। তবে সাম্প্রতিক কালে কাবুলে একাধিক হামলা চালিয়েছে তালিবান ও আইএস। তাই সন্দেহ তাদেরকেই। হামলার বেশ কয়েক ঘণ্টা পরে টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, শান্তি চুক্তির কথা মাথায় রেখে বাহিনী এত দিন শুধু আত্মরক্ষার পথে হাঁটছিল। আর তা করবে না। জঙ্গিদের বিরুদ্ধে হামলার ডাক দিয়েছেন গনি। তিনি বলেন, ‘‘যুদ্ধ-বিরতি ঘোষণার পরেও তালিবান তাদের হত্যাকাণ্ড থামায়নি। নিরীহ আফগানদের মারছে তারা। এর দাম দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন