Coronavirus

করোনা-পরীক্ষা কমান, বেফাঁস ট্রাম্প

সংক্রমণ ছড়ানোর জন্য চিনকে আবারও দুষে শনিবার ট্রাম্প বলেন, ‘‘করোনা ভাইরাসের অনেক নাম। যেমন আমি একে ‘কুং ফু’ বলেও ডাকতে পারি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৬:৪৩
Share:

প্রতীকী ছবি।

কমিয়ে দেওয়া হোক করোনা-পরীক্ষা। তা-হলেই আর আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ধরা পড়বে না। আমেরিকায় সংক্রমণের হার ‘কমাতে’ ফের এই সোজাসাপ্টা পরামর্শ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওকলাহোমার টালসায় তাঁর নির্বাচনী প্রচারসভায় ট্রাম্প বলেন, ‘‘করোনা-পরীক্ষা যেন দু’মুখো তরোয়াল। পরীক্ষা করলেই রোগী বাড়বে।’’ পরে অবশ্য হোটাইট হাউসের তরফে একে ‘নিছক ঠাট্টা’ বলা হয়। সংক্রমণ ছড়ানোর জন্য চিনকে আবারও দুষে শনিবার ট্রাম্প বলেন, ‘‘করোনা ভাইরাসের অনেক নাম। যেমন আমি একে ‘কুং ফু’ বলেও ডাকতে পারি।’’

Advertisement

আমেরিকার লকডাউন চালু হওয়ার পরে শনিবার ছিল ট্রাম্পের প্রথম নির্বাচনী সভা। রিপাবলিকানদের ঘাঁটি ওকলাহামায়। করোনা নিয়ে প্রথম থেকেই বেপরোয়া ট্রাম্প যে সভার জন্য ১৯ হাজার আসনের হল ভাড়া করেছিলেন। উপচে ভরা ভিড় সামাল দিতে বাইরেও ব্যবস্থা করা ছিল। কিন্তু করোনা-আতঙ্কেই হোক বা অন্য কোনও কারণে, ট্রাম্পের এ দিনের সভার অর্ধেক আসনও ভরেনি। ট্রাম্পের অবশ্য ক্ষোভ, সংবাদমাধ্যম ও বিরোধীদের জন্যই ভিড় হয়নি তাঁর সভায়। তবে সভার বাইরে ছোটখাটো ঝামেলা ছাড়া এ দিন বড় কিছু হয়নি। তারই মধ্যে প্রেসিডেন্টের ঘণ্টা দু’য়েকের বক্তৃতায় এসেছে করোনা-প্রসঙ্গ। এ দিন যাঁরা সভায় এসেছিলেন, তাঁরা মুচলেকা দিয়েই এসেছেন করোনা-আক্রান্ত হলে ট্রাম্পকে দোষারোপ করা চলবে না। এ দিকে, ট্রাম্প মঞ্চে ওঠার কয়েক ঘণ্টা আগেই উদ্যোক্তাদের দলে থাকা ছয় কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে।

আরও পড়ুন: ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি, ছাই-গ্যাস উঠল ৬ কিমি উঁচুতে

Advertisement

করোনা-সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে শীর্ষে আমেরিকা। মোট আক্রান্ত ২৩ লক্ষ ৩২ হাজারের কাছাকাছি। নাম না করলেও এই পরিস্থিতির জন্য এ দিনের সভায় ফের চিনকে কাঠগড়ায় তোলেন ট্রাম্প। তার জন্য টানেন চিনা মার্শাল আর্ট কুং ফু-র প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘কোভিড-১৯ এমন এক রোগ যার বহু নাম হতে পারে। যেমন আমি একে বলতে পারি কুং ফু। আরও ১৯ রকম নামে একে ডাকতে পারি।’’

এ দিকে, বেজিংয়ে নতুন করে আরও ২২ জন সংক্রমিত হওয়ায় প্রায় ২৩ লক্ষ লোকের করোনা-পরীক্ষা হয়েছে গত এক সপ্তাহে। এর পরেই একটি বিখ্যাত মার্কিন সংস্থার থেকে মুরগির মাংস আমদানি বন্ধ করেছে চিন। আমেরিকায় ওই সংস্থার একটি উৎপাদক ইউনিটে সংক্রমণ ছড়িয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement