মক্কার পর এ বার চিনে প্রবল হাওয়ায় ভেঙে পড়ল ক্রেন। গুয়াংডং প্রদেশে বুধবারের এই দুর্ঘটনায় মৃত অন্তত ১৮ জন। সূত্রে খবর, দোতলা উঁচু একটি অস্থায়ী কাঠামোর উপর ৮০ টন ওজনের ক্রেনটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ছিলেন ১৩৯ জন নির্মাণকর্মী। এঁদের মধ্যে ১৮ জন মারা গিয়েছেন।