International News

‘ওম’ উচ্চারণ করতেই কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ল সদ্যোজাত!

কথা ফোটা তো দূর অস্ত। কথা বোঝার বয়সটুকুও হয়নি তার। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই কথার জাদুতেই ভুলল খুদে। সবেই পৃথিবীর আলো দেখেছে সান দিয়েগোর দিভিনা। বাবা ড্যানিয়েল এসিনম্যান ঘুম পারানোর চেষ্টা করছিলেন মেয়েকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১১:৩৯
Share:

‘ওম’ শুনতেই কান্না থামাল খুদে।ছবি: ফেসবুকের সৌজন্যে।

কথা ফোটা তো দূর অস্ত। কথা বোঝার বয়সটুকুও হয়নি তার। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই কথার জাদুতেই ভুলল খুদে।

Advertisement

সবেই পৃথিবীর আলো দেখেছে সান দিয়েগোর দিভিনা। বাবা ড্যানিয়েল এসিনম্যান ঘুম পারানোর চেষ্টা করছিলেন মেয়েকে। কিন্তু ঘুমের বদলে চিৎকার করে কাঁদতে শুরু করে দিভিনা। তবে বাবা জানেন মেয়েকে চুপ করানোর ‘মন্ত্র’। দিভিনাকে কাছে টেনে ‘ওম’ উচ্চারণ করতে শুরু করেন ড্যানিয়েল। আর এতেই বাজিমাত। আশ্চর্যজনক ভাবে ‘ওম’ শুনেই চুপ করে যায় দিভিনা। কয়েক সেকেণ্ডের মধ্যে ঘুমিয়েও পড়ে সে।

দেখুন সেই ভিডিও

Advertisement

আরও পড়ুন: বিরাটের কোলে এ কোন সেলেব কন্যা?

পুরো ঘটনাটির ভিডিও করে রাখেন ড্যানিয়েল। পোস্টও করেন ফেসবুকে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেটি। ইতিমধ্যেই ৩ কোটি ৪০ লক্ষ হিট হয়েছে ভিডিওটি। সঙ্গে ৩.৬ লক্ষ শেয়ার এবং ২.৪ লক্ষ কমেন্ট পেয়েছে ভিডিওটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement