Daredevil Stunt

উত্তাল ঢেউয়ের সামনে তরুণীর ভয়ঙ্কর স্টান্ট! তারপর...

অ্যাডভেঞ্চারের নেশায় মানুষ কী না করে! পর্বতারোহণ, স্কাই ডাইভিং, বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিং...আরও কত কী। তেমনই অ্যাডভেঞ্চারের টানে ভারত মহাসাগরের রিইউনিয়ন আইল্যান্ডে গিয়েছিলেন বছর ছাব্বিশের তরুণী কোর‌্যাইলি গ্যারোল্ট। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১৬:৫৯
Share:

অ্যাডভেঞ্চারের নেশায় মানুষ কী না করে! পর্বতারোহণ, স্কাই ডাইভিং, বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিং...আরও কত কী। তেমনই অ্যাডভেঞ্চারের টানে ভারত মহাসাগরের রিইউনিয়ন আইল্যান্ডে গিয়েছিলেন বছর ছাব্বিশের তরুণী কোর‌্যাইলি গ্যারোল্ট। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও।

Advertisement

সেখানে দু’টি টিলার মাঝখানে দড়ি বেঁধে তাতে ঝুলে ঝুলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। ভাবছেন এতে আর তেমন কী ‘ফিয়ার ফ্যাক্টর’ আছে! আছে, দু’টি পাথুরে টিলার মাঝে ৩১ মিটারের দূরত্ব। এর পরও যদি মনে হয়, ৩১ মিটার দড়িতে ঝুলে এপার ওপার করতে একটু চাপ হবে ঠিকই, কিন্তু এতে আর তেমন অ্যাডভেঞ্চারের গন্ধ কই! তা হলে বলি, দুই টিলার মাঝে রয়েছে প্রায় ২৫ ফুট খাদ! সেই খাদ থেকে টিলার মাথা ছুঁয়ে অনবরত ঢেউয়ের ঝাপটা আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের ধাক্কা সামলে এই ৩১ মিটারের দূরত্ব অতিক্রম করাটা মোটেই চাট্টিখানি কথা নয়! আর সেটাই করছিলেন ওই তরুণী। আর দুই টিলার দুই প্রান্তে তা ভিডিও করতে ব্যস্ত তাঁর দুই বন্ধু। কোর‌্যাইলি যখন দড়িতে ঝুলে প্রায় ১৩-১৪ মিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছেন, ঠিক তখনই ঘটনাটা ঘটল! চোখের সামনে দেখেও কিছু করার ছিল না কোর‌্যাইলির দুই বন্ধুর। অনবরত ঢেউয়ের ধাক্কা সামলে যখন দড়ির উপর একটু ধাতস্ত হয়ে চাইছিলেন কোর‌্যাইলি, ঠিক তখনই একটা ফুট চল্লিশ উঁচু বিশাল ঢেউ সজোরে আছড়ে পড়ল কোর‌্যাইলির উপর। ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্তের জন্য থতমত খেয়ে যান কোর‌্যাইলির দুই বন্ধুও। তার পর দড়ির দিকে তাকাতেই যা দেখলেন...এ বার নিজের চোখেই দেখে নিন কী পরিণতি হল কোর‌্যাইলির!

আরও পড়ুন...
ব্যস্ত রাস্তায় আকাশ থেকে ঝরে পড়ল ‘আগুন’! দেখুন ভাইরাল ভিডিও

Advertisement

দেখুন ভিডিও:

পরে অবশ্য দেখা যায়, কোর‌্যাইলি দড়ির উপরেই বসে আছেন। তিনি জানান, ভাগ্যিস তিনি দাঁড়াননি, না হলে ওই প্রবল ঢেউ তাঁকেও ভাসিয়ে নিয়ে চলে যেত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন