তুরস্কের উপকূলে ভেসে আসা শিশু কি শরণার্থী?

লাল জামা পরা বছর তিনেকের একটি শিশু। সমুদ্রের পাড়ে উপুড় হয়ে পড়ে আছে সে। তুরস্কের উপকূলে তোলা এই ছবি বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছে। শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৯
Share:

তুরস্ক উপকূলে পড়ে থাকা সেই শিশু। ছবি: টুইটার।

লাল জামা পরা বছর তিনেকের একটি শিশু। সমুদ্রের পাড়ে উপুড় হয়ে পড়ে আছে সে। তুরস্কের উপকূলে তোলা এই ছবি বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছে। শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। তবে প্রশাসনিক জটিলতায় সেখানেও শরণার্থীদের পরিস্থিতি এখন মর্মাহত। এরই মধ্যে তুরস্কের উপকূলে ওই শিশুর ভেসে আসা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে।

কে এই শিশু? সে-ও কি শরণার্থী? বৃহস্পতিবার পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হাত ধরে এই ছবি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

জানা গিয়েছে, বুধবার নদী পথে গ্রিসে পালাবার পথে নৌকাডুবিতে ১২ জন শরণার্থীর মৃত্যু হয়। এদের মধ্যে রয়েছে পাঁচ শিশুও। ওই শিশুটিও শরণার্থীদের এক জনই বলে আশঙ্কা। এতেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশাসনিক জটিলতায় ভিটেমাটি ছেড়ে আসা বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলি। তাঁদের নিরাপদ আশ্রয় দেওয়ার দাবি তুলেছে তারা।

পশ্চিম এশিয়া থেকে ইউরোপে আশ্রয়ের খোঁজে আসা শরণার্থীদের বেশির ভাগেরই লক্ষ্য জার্মানি। তার জন্য নদীপথে গ্রিসে যাওয়ার পথই বেছে নিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন