Chinese Delivery Man

কৌটো থেকে চুপিচুপি খাবার সাবাড় করছেন ডেলিভারি বয়! দেখুন ভিডিয়ো

ব্যাগ থেকে বার করলেন আর একটি কৌটো। তাতে থাকা স্যুপে বেশ কিছুটা চুমুক মেরে দিলেন। তার পর সেই কৌটোটিও ব্যাগের মধ্যে রেখে দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ১৫:২৯
Share:

সেই ডেলিভারি বয়।

একটি প্ল্যাস্টিকের কৌটোতে মুখ লাগিয়ে কিছু একটা খেলেন। তার পর সেই কৌটো বন্ধ করে ব্যাগের মধ্যে রেখে দিলেন।

Advertisement

ফের ব্যাগ থেকে বার করলেন আর একটি কৌটো। তাতে থাকা স্যুপে বেশ কিছুটা চুমুক মেরে দিলেন। তার পর সেই কৌটোটিও ব্যাগের মধ্যে রেখে দিলেন।

সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যিনি এমন কান্ড ঘটিয়েছেন তিনি এক জন ডেলিভারি বয়। চিনের একটি অ্যাপভিত্তিক খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মী। সংস্থার নাম মাইথুয়ান। যদিও ওই ব্যাক্তির নাম বা পরিচয় জানা যায়নি। ঘটনাটি চিনের গুয়াংদং প্রদেশের সিহুইতে।

Advertisement

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: দেশের অর্থ সঙ্কটে উদ্বিগ্ন পাক প্রধানমন্ত্রী

আরও পড়ুন: যুদ্ধ বদলে দিয়েছে মা-ছেলের ঠিকানা, ফের দেখা ৬৮ বছর পর​

অর্ডার মতো খাবার নিয়ে যাচ্ছিলেন ওই কর্মী। লিফ্টে ভিতর ব্যাগ থেকে বার করে খাবার খেতে থাকেন ওই কর্মী। পুরো ঘটনাটি ধরা পড়েছে লিফ্টের ভিতর লাগানো সিসিটিভিতে। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল। গত শনিবার থেকে চার দিনে দু’লাখের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement