Dhaka University

ভোটের দিন বদলের দাবি, অনশন ঢাকায় 

ভোটের দিন বদলের দাবিতে সরব হন ক্ষমতাসীন আওয়ামি লিগ ও বিএনপি-র ৪ প্রার্থীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪৯
Share:

প্রতীকী ছবি।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের দিন বদলের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সব ধর্মের পড়ুয়া তাতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনশন মঞ্চে এসে ছাত্রদের পাশে দাঁড়ান। ভোটের দিন বদলের দাবিতে সরব হন ক্ষমতাসীন আওয়ামি লিগ ও বিএনপি-র ৪ প্রার্থীও। একই দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।

Advertisement

২৯ তারিখ সরস্বতী পুজোর পরের দিন রাজধানীর দু’টি পুরসভায় ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। স্কুলগুলিতে সে দিনও পুজো হয়। তার মধ্যেই সেখানে বুথ গড়ে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এর আগে দুর্গা পুজোর মধ্যে রংপুরে উপনির্বাচন ফেলায় সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সংখ্যালঘুদের বড় অংশ প্রতিবাদে ভোট দেননি। ঢাকা সিটি কর্পোরেশনের ভোটের দিনও ফেলা হয়েছে সরস্বতী পুজোর মধ্যে। শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে কমিশনের সতর্ক থাকা উচিত ছিল।’’ এর আগে রিট পিটিশন করে ব্যর্থ হওয়া আইনজীবী অশোককুমার ঘোষ এ দিন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের সচিব মহম্মদ আলমগির জানান, আদালতের রায় মেনে তাঁরা এগোবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন