India Pakistan Ceasefire

ভারত-পাক বিরোধের মীমাংসা করেছি আমিই! ফের দাবি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল ‘বন্ধু’ মোদীর প্রশংসাও

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে তাঁর সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। সেখানেই একাধিক বার ভারত-পাক প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তা-ই নয়, সর্বসমক্ষে ‘বন্ধু’ মোদীর প্রশংসাও করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১১:৪৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছেন তিনিই। বুধবার ফের এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরই মধ্যস্থতায় ‘বাণিজ্যের মাধ্যমে’ ভারত-পাক বিরোধের অবসান ঘটেছে। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।

Advertisement

বুধবার ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে চলা সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছি। পুরো বিষয়টির সমাধান করেছি আমরাই। আমার বিশ্বাস, বাণিজ্যের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।’’ সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে তাঁর সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। সেখানেই একাধিক বার ভারত-পাক প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তা-ই নয়, সর্বসমক্ষে ‘বন্ধু’ মোদীর প্রশংসাও করেছেন ট্রাম্প।

কী ভাবে এই ‘মীমাংসা’য় পৌঁছোনো সম্ভব হল? সেই ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, এর নেপথ্যে রয়েছে ‘বাণিজ্যচুক্তি’। ভারত ও পাকিস্তান, উভয়ের সঙ্গেই আমেরিকা ‘বড় চুক্তি’ করতে চলেছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘‘কাউকে না কাউকে তো গুলি চালানো থামাতেই হত। কিন্তু পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছিল। দু’পক্ষেই গোলাগুলি বাড়ছিল। সেই আবহেই আমরা দুই দেশের সঙ্গে কথা বলেছিলাম। আমি এ কথা বলতে চাই না, কিন্তু তবু বলছি, আদতে শেষমেশ আমরাই বিষয়টির মীমাংসা করেছিলাম। তার দু’দিন পর কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, এবং ওরা বলে যে এটা ট্রাম্পের দোষ।’’ এর পরেই ভারত ও পাকিস্তান, দুই দেশের রাষ্ট্রনেতাদের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে। তিনি বলেন, ‘‘পাকিস্তানে বহু চমৎকার মানুষ রয়েছেন! কিছু অসাধারণ নেতাও রয়েছেন। আর ভারত তো আমাদের বন্ধু, মোদী! উনি একজন মহান ব্যক্তি।’’ ট্রাম্পের কথায় সায় দিতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকেও। মোদী যে তাঁদের দু’জনেরই ‘বন্ধু’, সে কথা একবাক্যে স্বীকার করে নেন সিরিলও।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই দাবি করে আসছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করেছেন তিনি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ৭ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। তার পর থেকে পাল্টা ঘাত-প্রতিঘাতে ক্রমেই বাড়ছিল ভারত-পাক উত্তেজনা। টানা কয়েক দিনের সংঘাতের পর শেষমেশ ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে ভারত এবং পাকিস্তান সরকারি ভাবে সংঘর্ষবিরতি ঘোষণার আগেই ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। তিনি দাবি করেন, এই শান্তি স্থাপনের সিদ্ধান্তের নেপথ্যে আমেরিকার ভূমিকা রয়েছে। কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে চান বলেও দাবি করেন ট্রাম্প। সেই ঘোষণার পর হোয়াইট হাউসও ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। ট্রাম্পকে ‘শান্তির দূত’ বলেও উল্লেখ করা হয়েছিল তাঁর দফতর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement