Donald Trump

ট্রাম্পের মুখে ওষুধের বড়ি! ইউএস ওপেনের ছবি ‘ভাইরাল’ হতেই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা

দিন কয়েক আগেই ওয়াশিংটনে এক প্রদর্শনীতে ট্রাম্পের হাতে ফাউন্ডেশনের ছোপ দেখা গিয়েছিল। দেখে মনে হচ্ছিল, সম্ভবত কোনও দাগ বা ক্ষত ঢাকতে হাতে ফাউন্ডেশন জাতীয় কিছু লাগিয়েছেন প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০
Share:

সাদা রঙের ওষুধের বড়ি ডোনাল্ড ট্রাম্পের মুখে! ছবি: এক্স।

ইউএস ওপেন ফাইনাল। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঝেমাঝে হাসছেন, চোখে-মুখে চাপা উত্তেজনা। কিন্তু ওটা কী? হঠাৎ ঠোঁট ফাঁক করতেই দেখা গেল, ট্রাম্পের মুখে সাদা রঙের ওষুধের বড়ি! ওষুধ খেতে খেতেই সিনার-আলকারাজ়ের খেলা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

রবিবার আর্থার অ্যাশে ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই ওষুধ খেতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। ইতিমধ্যে ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। ছবিটি তুলেছেন চিত্রগ্রাহক আন্দ্রেস কুডাকি। তাতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের মুখে এক ধরনের সাদা রঙের বড়ি। দাঁতের ফাঁকে ওষুধটি কামড়ে রয়েছেন তিনি। এর পরেই ফের শুরু হয়েছে আশি ছুঁইছুঁই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা।

ট্রাম্প কী ওষুধ খাচ্ছেন, তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। একজন দাবি করেছেন, ওষুধটি দেখতে অনেকটা অ্যাসপিরিনের মতো। অতীতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট মাঝেমাঝেই অ্যাসপিরিন খান। আবার কারও কারও মতে, ওটি ওষুধ নয়, চিউইং গাম!

Advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ওয়াশিংটনে এক প্রদর্শনীতে ট্রাম্পের হাতে ফাউন্ডেশনের ছোপ দেখা গিয়েছিল। দেখে মনে হচ্ছিল, সম্ভবত কোনও দাগ বা ক্ষত ঢাকতে হাতে ফাউন্ডেশন জাতীয় কিছু লাগিয়েছেন প্রেসিডেন্ট। তা ছাড়া, হোয়াইট হাউস সূত্রের খবর, ট্রাম্প দীর্ঘস্থায়ী শিরাজনিত রোগে ভুগছেন। সাধারণত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কিংবা বসে থাকলে এই রোগ হয়। ফলে সে সময় বিভিন্ন সূত্রে জল্পনা শুরু হয়, হয়তো সেই ক্ষত ঢাকতেই মেকআপের আস্তরণ লাগিয়েছেন ট্রাম্প। আবার হোয়াইট হাউসের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা জানান, হৃদ্‌রোগের জন্য অ্যাসপিরিন নেওয়ার কারণেও ট্রাম্পের হাতে ক্ষত হয়ে থাকতে পারে। সেই আবহে এ বার ফের একই জল্পনা শুরু হল ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement