আমাকে নিয়ে নয়, আমার সঙ্গে হেসেছে রাষ্ট্রপুঞ্জ: ট্রাম্প

দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জের সভায় নিজের গুণ গাইতে গিয়ে হাসির খোরাক হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৬
Share:

—ফাইল চিত্র।

দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জের সভায় নিজের গুণ গাইতে গিয়ে হাসির খোরাক হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, বিষয়টা তিনি অতটা গায়ে মাখেননি। কিন্তু তার পরের দিনই ওই ঘটনায় পর্দা টানতে ট্রাম্প দাবি করলেন, তাঁকে নিয়ে হাসাহাসি হয়নি। আসলে রাষ্ট্রপুঞ্জে উপস্থিত সবাই তাঁর সঙ্গে হেসেছেন।

Advertisement

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে আত্মপ্রচার শুরু করেন ট্রাম্প। বলতে থাকেন, ‘‘দক্ষতা ও ক্ষমতার বিচারে আমাদের সেনা এখন সর্বকালের সেরা। আর তা ছাড়া দু’বছরেরও কম সময়ে আমার সরকার যা করেছে, আমেরিকার ইতিহাসে কোনও প্রশাসনই তা করতে পারেনি।’’ পুরো কথা শেষ হওয়ার আগেই সভায় হাসির রোল ওঠে। অনেককে মুখ টিপেও হাসতে দেখা যায়। সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, ‘‘এমন প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।’’

গোটা ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়। বুধবারই তাই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ আমাকে নিয়ে হাসেনি। আসলে আমার সঙ্গে হেসেছিল।’’ কিন্তু তা হলে খবরে যা দেখানো হল, সেটা কি মিথ্যে? ট্রাম্পের দাবি, ‘‘সবই ভুয়ো খবর। আসলে ভুয়ো খবর বলছে, রাষ্ট্রপুঞ্জ আমাকে হাসির খোরাক বানিয়েছে। কিন্তু সেটা ঠিক নয়। রাষ্ট্রপুঞ্জে সকলে আমার সঙ্গে ভাল সময় কাটিয়েছে। আমরা একসঙ্গেই মজা করেছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন