রুশ-যোগে চিন্তিত ট্রাম্প

সিবুরে আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুত়িনের জামাই কিরিল শামালভ এবং বন্ধু গেনাডি টিমচেঙ্কোর আংশিক মালিকানা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০৪:১৯
Share:

ব্রিটেনের রানির মতোই প্যারাডাইস পেপারে উল্লেখযোগ্য চরিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যসচিব উইলবার রস। নয়ের দশকে ট্রাম্পকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেন রস। পরে তিনিই বাণিজ্যসচিব হন। এখন অভিযোগ, নেভিগেটর হোল্ডিংস নামে এক সংস্থায় ৩১ শতাংশ শেয়ার রয়েছে কোটিপতি রস-এর। পেপারে দাবি, বাণিজ্যসচিবের পদে বসার আগে অংশীদারি কমিয়ে দেন রস। রুশ শক্তি সংস্থা সিবুর-এর সঙ্গে লাভজনক গাঁটছড়া রয়েছে নেভিগেটর হোল্ডিংস-এর। সিবুরে আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাই কিরিল শামালভ এবং বন্ধু গেনাডি টিমচেঙ্কোর আংশিক মালিকানা রয়েছে। টিমচেঙ্কোর উপরে আবার মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। মনে করা হচ্ছে, রুশ যোগ প্রকাশ্যে আসায় বকলমে চাপে পড়লেন ট্রাম্পও।

Advertisement

আছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শওকত আজিজের নামও। রয়েছে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু়ডোর সিনিয়র উপদেষ্টা ও তহবিল গঠনের দায়িত্বে থাকা স্টিফেন ব্রন্ফম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement