মাদুরোর উপরে ফের চাপ বাড়াল আমেরিকা

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপরে আরও চাপ বাড়াল মার্কিন প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

কারাকাস শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০১:৫৬
Share:

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপরে আরও চাপ বাড়াল মার্কিন প্রশাসন। ছবি: রয়টার্স।

কয়েক দিন আগেই চরম বিদ্যুৎ সঙ্কটে পড়েছিল তাঁর দেশ। তা নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্বও পৌঁছেছে চরমে। এ বার ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপরে আরও চাপ বাড়াল মার্কিন প্রশাসন। ব্রাজ়িলের প্রেসিডেন্ট খা ইর বোলসোনারো-কে পাশে নিয়ে ভেনেজ়ুয়েলার উপরে আরও কড়া নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজ়ুয়েলার রাষ্ট্রায়ত্ত খনি সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনতে চলেছেন তাঁরা। বিরোধী দলনেতা হুয়ান গুয়াইদোর পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মাদুরোকে আরও কোণঠাসা করতেই আমেরিকার এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

মাত্র দু’সপ্তাহ আগেই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছিল গোটা ভেনেজ়ুয়েলা। বিপর্যয়ের দায় তখন মার্কিন প্রশাসনের ঘাড়েই চাপিয়েছিলেন মাদুরো। হুয়ানের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন তিনি। গোটা বিষয়টিকে প্রাযুক্তিক নাশকতা বলে দাবি করেছিলেন মাদুরো। কিন্তু আমেরিকা-সহ প্রায় ৫০টি দেশ হুয়ানকেই ভেনেজ়ুয়েলার নেতা বলে কার্যত মেনে নিয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মাদুরোকে কোণঠাসা করতে তাই ওই খনি সংস্থাকে এ বার কালো তালিকাভুক্ত করেছেন ট্রাম্প। এর ফলে কোনও মার্কিন নাগরিক আর ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না। এর আগে ভারত-সহ বিভিন্ন দেশকে ভেনেজ়ুয়েলা থেকে তেল কেনা বন্ধ করতে অনুরোধ করেছে আমেরিকা। ভারত তাতে সায়ও দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন