Donald Trump on US H-1B Visa

শুধু ৮৮ লক্ষ টাকার বোঝা নয়, এইচ-১বি ভিসার উপর আরও কড়াকড়ির পথে ট্রাম্প! কোন কোন নিয়ম বদলে যেতে পারে

বাইরে থেকে যাঁরা আমেরিকায় চাকরি করতে যান, তাঁদের বাছাইয়ের ছাঁকনি আরও সূক্ষ্ম করা হচ্ছে। চলতি বছরের শেষে ডিসেম্বরে নতুন নিয়ম ঘোষণা করতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:৪৭
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার ছাঁকনি আরও সূক্ষ্ম করতে চান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এইচ-১বি ভিসার নিয়মে আরও কিছু কড়াকড়ি করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তাঁর পরিকল্পনা প্রস্তুত। শুধু ঘোষণার অপেক্ষা। সূত্রের খবর, একাধিক নিয়মে বদল আনছেন ট্রাম্প। বাইরে থেকে যাঁরা আমেরিকায় চাকরি করতে যান, তাঁদের বাছাইয়ের ছাঁকনি আরও সূক্ষ্ম করা হচ্ছে। চলতি বছরের শেষে ডিসেম্বরে নতুন নিয়ম ঘোষণা করা হতে পারে।

Advertisement

এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর এক লক্ষ ডলারের (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) বোঝা চাপিয়েছেন ট্রাম্প। বলেছেন, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এ বার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। সূত্রের খবর, কী ভাবে কাদের মার্কিন সংস্থাগুলিতে নিয়োগ করা হচ্ছে, কী ভাবে কর্মীকে বেছে নেওয়া হচ্ছে, এ বার সেই প্রক্রিয়াতেও ট্রাম্প প্রশাসন নাক গলাবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এইচ-১বি ভিসা ব্যবস্থার জন্য নতুন নিয়মাবলি প্রস্তুত করেছে, যার শিরোনাম ‘এইচ-১বি অ-অভিবাসী ভিসা ক্লাসিফিকেশন প্রোগ্রামের সংস্কার’।

অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে এত দিন মার্কিন প্রশাসন যা যা ছাড় দিয়ে আসছিল, এ বার তাতে লাগাম পরানো হবে। কিছু ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও তদন্ত হবে। তৃতীয় পক্ষ দ্বারা যে সমস্ত নিয়োগ হয়, তাতে নজরদারি বৃদ্ধি করার ভাবনাও রয়েছে নতুন নিয়মাবলিতে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই নিয়ম ট্রাম্প প্রশাসন কার্যকর করলে প্রভাব পড়তে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক গবেষণা সংস্থা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর।

Advertisement

নিয়মাবলির প্রস্তাবে বলা হয়েছে, ‘‘এইচ-১বি ভিসা ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করতে নিয়মে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে।’’ এইচ-১বি ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান। এই মুহূর্তে ভারতীয়েরাই এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। শুধু গত বছরেই ভিসার ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে ভারত থেকে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চিন (১১.৭ শতাংশ)। ফলে নতুন বিধিনিষেধ কার্যকর হলে হাজার হাজার ভারতীয় বিপাকে পড়বেন। ইতিমধ্যে ভিসার উপর ৮৮ লক্ষ টাকার বোঝা চাপায় আমেরিকায় যেতে ইচ্ছুক ভারতীয়েরা ফাঁপরে পড়েছেন। তাঁদের পথ আরও কঠিন হবে নতুন নিয়ম এলে। বর্তমানে এইচ-১বি ভিসায় কর্মী বাছাইয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালু রয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, লটারি তুলে দিতে আগ্রহী ট্রাম্প। সে ক্ষেত্রে কর্মীদের বাছাই করা হতে পারে বেতনের মাপকাঠি অনুসারে। যদিও ট্রাম্প প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement