Donald Trump-Kamala Harris

আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা! বাইডেনের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এত দিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাচ্ছিলেন কমলা হ্যারিস। তা প্রত্যাহার করে নেওয়া হল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৮:২৮
Share:

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এত দিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাচ্ছিলেন কমলা। তা-ই প্রত্যাহার করে নেওয়া হল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

Advertisement

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টেরা আজীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পেয়ে থাকেন। নিয়ম তেমনই। প্রথমে কথা ছিল, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আরও মাস ছয়েক এই নিরাপত্তা পাবেন কমলা। গত ২১ জুলাই তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলাই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বলে হোয়াইট হাউস ছাড়ার আগে তাঁর নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সেই সিদ্ধান্তই প্রত্যাহার করে দিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প ‘হোমল্যান্ড সিকিউরিটি’কে যে নির্দেশিকা পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা।

Advertisement

কমলার উপদেষ্টা কার্স্টেন অ্যালেন সিএনএন-কে বলেছেন, ‘‘সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব এবং কারও নিরাপত্তার প্রতি তাদের এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট।’’ কমলা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ট্রাম্প সরকার তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার গভর্নর তথা কমলার দলের নেতা গ্যাভিন নিউসম। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। তবে সে ক্ষেত্রে সিটি পুলিশের নিরাপত্তা পেতে পারেন কমলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement