Nobel Peace Prize 2025

কিছু না-করেই ওবামা নোবেল পেয়েছেন, আর আমি আটটা যুদ্ধ থামিয়েছি! পুরস্কার ঘোষণার আগে পূর্বসূরিকে তোপ ট্রাম্পের

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ওবামাকে খোঁচা দিয়ে বলেন, “উনি কিছু না করেই ওটা (নোবেল শান্তি পুরস্কার) পেয়েছিলেন। ওরা (নোবেল কমিটি) কিছু করার জন্য নয়, বরং আমাদের দেশকে ধ্বংস করার জন্য ওবামাকে পুরস্কার দিয়েছিল।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১২:৫৬
Share:

(বাঁ দিকে) বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেও আট যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরি বারাক ওবামাকে খোঁচা দিয়ে দাবি করলেন, নোবেল পাওয়ার মতো কিছুই করেননি প্রাক্তন ওই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। বরং আমেরিকাকে ধ্বংস করেছেন। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, কোনও পুরস্কারের লোভে তিনি এই কাজ করেননি।

Advertisement

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ওবামাকে খোঁচা দিয়ে বলেন, “উনি কিছু না করেই ওটা (নোবেল শান্তি পুরস্কার) পেয়েছিলেন। ওরা (নোবেল কমিটি) কিছু করার জন্য নয়, বরং আমাদের দেশকে ধ্বংস করার জন্য ওবামাকে পুরস্কার দিয়েছিল।”

প্রসঙ্গত, ২০০৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আট মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওবামা। নোবেল কমিটির তরফে সেই সময় জানানো হয়েছিল, আন্তর্জাতিক কূটনীতিকে আরও শক্তপোক্ত করে মানুষের সঙ্গে মানুষের সংযোগ আরও বৃদ্ধি করার কাজে উদ্যোগী হওয়ার জন্যই ওবামাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। রিপাবলিকান ট্রাম্প আগেও বহু বার ডেমোক্র্যাট পূর্বসূরি ওবামার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন। শুক্রবারও তার ব্যতিক্রম হল না।

Advertisement

আটটি যুদ্ধের মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আগেও তা একাধিক বার জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, “আমার মনে হয় ভারত এবং পাকিস্তান (সংঘাত) খুব বড় ছিল। দুটোই পরমাণু শক্তিধর দেশ।” তার পরেই নিজের শুল্কনীতির সমর্থনে ট্রাম্প বলেন, “আমি সংঘাত থামিয়েছি বাণিজ্য এবং শুল্কের কথা বলে। যদি আমাদের কাছে শুল্ক না-থাকত, তা হলে আমরা এটা করতে পারতাম না।” কোন অস্ত্রে তিনি নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত থামিয়েছিলেন, তা জানিয়ে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম যদি আপনারা (ভারত এবং পাকিস্তান) লড়াই করে যান, তা হলে আমি প্রত্যেকের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাব। তার পরেই তারা সঙ্গে সঙ্গে যুদ্ধ থামিয়ে দিল।”

গত ২০ জুন ভারত-পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান। পাকিস্তানের বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন। পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে।’’ ভারত অবশ্য বরাবরই বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানোয় তৃতীয় কোনও পক্ষের কোনও ভূমিকা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement