Donald Trump-Vladimir Putin

৫০ দিন নয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য পুতিনকে নতুন সময় বেঁধে দিলেন ট্রাম্প! রইল নিষেধাজ্ঞা-হুঁশিয়ারিও

ডোনাল্ড ট্রাম্প বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তার আগে ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশার কথা জানান ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২০:৩৯
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য ৫০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বার সেই সময় আরও কমিয়ে দিলেন তিনি। যুদ্ধবিরতিতে পৌঁছোনোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০-১২ দিন সময় দিলেন ট্রাম্প। তিনি জানান, ইউক্রেনের শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য পুতিনের কাছে ১০-১২ দিন সময় আছে। নয়তো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে রাশিয়াকে!

Advertisement

ইউক্রেনের সঙ্গে টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিনের উপর বার বার নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছেন ট্রাম্প। আবার এক বার সেই হতাশা ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জানান, এত দিন (৫০ দিন) অপেক্ষা করার কোনও মানে হয় না। কারণ তিনি জানেন কী ঘটতে চলেছে!

ট্রাম্প বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তার আগে পুতিনের প্রতি নিজের হতাশার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হতাশ। আমি তাঁকে যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা আরও কমিয়ে আনছি। কারণ আমি ইতিমধ্যেই উত্তর পেয়ে গিয়েছি কী হতে চলেছে।’’

Advertisement

শুধু নিষেধাজ্ঞা নয়, রাশিয়ার উপর চড়া হারে শুল্ক আরোপের কথাও ভাবনা চিন্তা করছেন ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যেই এই শুল্কের বিষয়ে ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আর কথা বলতে আগ্রহী নন।

সপ্তাহ দুয়েক আগে কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিন সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য বার বার পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। কখনও ফোনে, কখনও আবার দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকেও উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। কিন্তু আলোচনার পরেও যুদ্ধ না-থামায় পুতিনের উপর ‘অসন্তুষ্ট’ ট্রাম্প। অতীতে তিনি এই বিষয় তুলে বলেছিলেন, ‘‘খুবই কঠিন পরিস্থিতি। আগেই বলেছিলাম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আমি খুবই অসন্তুষ্ট। উনি কেবল মানুষ হত্যা চালিয়ে যেতে চান। এটা কখনই ভাল বিষয় নয়।’’

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। দু’পক্ষের সঙ্গেই একাধিক বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বার হয়নি। কেউই যুদ্ধবিরতির শর্তে রাজি হয়নি। প্রায় প্রতি দিনই নতুন করে একে অন্যের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ধ্বংস হচ্ছে একের পর এক শহর। সেই সঙ্গে অব্যাহত মৃত্যুমিছিল। যুদ্ধবিরতি নিয়ে কোনও সমাধানসূত্র বার না-হওয়ায় পুতিনের উপর খুশি নন ট্রাম্প। শুধু তা-ই নয়, আবার নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, মাস কয়েক আগে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। যুদ্ধ শেষ করার জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টার লক্ষ্যেই ছিল এই পদক্ষেপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement