Russia-Ukraine War

ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হানা রাশিয়ার, নিহত ৩২, কী বললেন ডোনাল্ড ট্রাম্প?

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ০০:০৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইউক্রেনের রাজধানী কিভে বৃহস্পতিবার থেকে ধারাবাহিক ভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে রুশ ফৌজ। এখনও পর্যন্ত তাতে পাঁচ শিশু-সহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ভ্লাদিমির পুতিনের বাহিনীর এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে শুক্রবার উষ্মা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

ট্রাম্প শুক্রবার বলেন, ‘‘রাশিয়া যা করছে, আমি মনে করি, তা অত্যন্ত বিরক্তিকর। আমি মনে করি, এটা সত্যিই জঘন্য।’’ ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন। আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। জুলাইয়ের তৃতয়ী সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা মুলতুবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ। কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশ, পূর্ব ইউক্রেনের ডনবাস (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এবং জ়াপোরিঝিয়া, খারকিভ, ওডেসার মতো এলাকাতেও রুশ বাহিনীর হামলা চলছে।

ঘটনাচক্রে, জুলাইয়ের গোড়ায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য ৫০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির আর্জিতে সাড়া দিয়ে নতুন করে সমরাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ট্রাম্প এর পরে পুতিনকে দেওয়া সময়সীমা আরও কমিয়ে জানান, যুদ্ধবিরতিতে পৌঁছোনোর জন্য ১০-১২ দিন সময় রয়েছে। তিনি জানান, ইউক্রেনের শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য পুতিনের কাছে ১০-১২ দিন সময় আছে। নয়তো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে রাশিয়াকে! কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি মস্কো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement